স্থগিত হলো ক্রিকেটারদের মানববন্ধন

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো আরও শক্তিশালী করতে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্টটির নাম সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
এরপরই ক্রিকেটারদের সংগঠন (কোয়াব) জানিয়েছিল আগামীকাল বুধবার মানববন্ধন করবে তারা। মূলত প্রথম বিভাগ ক্রিকেটে ৮ দলের ক্রিকেটার অংশগ্রহণ না করায় তাদের জন্য নতুন খেলার আয়োজনের কথা ছিল বিসিবির। তবে সেটিতে মনোযোগ না দেওয়ার মানববন্ধনের ডাক দেয় ক্রিকেটাররা।
আজ মঙ্গলবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়ে কালকের মানববন্ধন স্থগিত করেছে কোয়াব। পরবর্তীতে সময় জানানো হতে পারে।
গতকাল রাতে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ঢাকা পোস্টকে মানববন্ধন নিয়ে বলছিলেন, 'প্রথম বিভাগের যে ৮টা ক্লাবের খেলোয়াড় খেলছে না তাদের অন্য টুর্নামেন্টের জন্য আমরা বলেছিলাম। অনেকবার এ নিয়ে কথা হয়েছে বিসিবি বলে যে করছি করছি, কিন্তু কিছুই করেনি। চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত সময় নিয়েছিল, কিন্তু সেটা তো পার হয়ে গিয়েছে এখনো কিছু জানায়নি।'
'যে কারণে ৩১ তারিখ মানববন্ধন করার কথা সেখানে নতুন টুর্নামেন্ট এবং পেমেন্ট সিস্টেমটা কিভাবে কি করা হবে মূলত এটা জানতে চাওয়ার জন্যই। কোয়াব তাদের সাথে আছে, প্রথম বিভাগ ক্রিকেটে যদি এমন হয় তাহলে বাকিদের কি হবে। ক্রিকেটকে এভাবে আসলে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলে তো হবে না। আমার সম্পূর্ণ সাপোর্ট তাদের সাথে আছে।'
এসএইচ/এফআই