ঘরের মাঠে সিলেটের রোমাঞ্চকর জয়ে দর্শকদের উচ্ছ্বাস

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে সিলেটের জয়ে দর্শকরা রোমাঞ্চকর এক বিকেল কাটিয়েছেন।
আজ ম্যাচের শুরু থেকেই রোমাঞ্চ ছিল। উপস্থিত এক দর্শক রাকিব হাসান ঢাকা পোস্টকে বলেন, 'প্রতিটি বলের সঙ্গে আমাদের হৃদয়ও স্পন্দিত হচ্ছিল। শেষ ওভার পর্যন্ত উত্তেজনা ছিল চরম, মনে হচ্ছিল জয়-পরাজয় যেকোনো মুহূর্তে নির্ধারিত হতে পারে। সিলেট টাইটান্সের এই জয় সত্যিই স্মরণীয়।'
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিসা রহমান বলেন, 'দলের ব্যাটসম্যানরা চাপ সামলে ইনিংস ফিরিয়ে এনেছে। তাদের একাগ্রতা এবং একে অপরকে সহযোগিতা করার মানসিকতা দর্শকদের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। এটি সত্যিই একটি টিম স্পিরিটের জয়।'

খেলা দেখতে আসা স্থানীয় ব্যবসায়ী আবদুল মালেক বলেন, 'মাঠে থাকা দর্শকরা শুধু খেলার আনন্দই উপভোগ করেননি, পুরো স্টেডিয়াম যেন উৎসবমুখর হয়ে উঠেছিল। করতালি, উল্লাস এবং জয় উদযাপনের মেজাজে আজকে বছরের প্রথম দিন সিলেটের ক্রিকেটপ্রেমীদের জন্য স্মরণীয়।'
মাঠের উচ্ছ্বাস কেবল স্টেডিয়ামে সীমাবদ্ধ ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমর্থকরা জয় উদযাপন করেছেন। সিলেট টাইটান্সের এই জয় দর্শক, খেলোয়াড় এবং পুরো শহরের জন্য এক আনন্দের উৎস হয়ে উঠেছে।
মাসুদ আহমদ রনি/এইচজেএস