ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরছেন ফাহাদ

গেল বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আরব আমিরাতের মাঠে শুরু হয়েছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। যেখানে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ দলও। আর সেই টুর্নামেন্টের সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে শেষ হয়েছিল এশিয়া কাপ যাত্রা। এবার নতুন বছরে যুব বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।
বছরের শুরুর দিনেই সুসংবাদ পেল বাংলাদেশ দল। সবশেষ এশিয়া কাপে ইনজুরির কারণে ছিটকে পড়েছিলেন যুবা দলের তারকা পেসার আল ফাহাদ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় চোটে পড়েছিলেন ফাহাদ। সেই চোটে এশিয়া কাপে খেলা হয়নি তার।
তবে কুচকির সেই চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরতে যাচ্ছেন ফাহাদ। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ বৃৃহস্পতিবার মিরপুরে নিজেদের অনুশীলন ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন ফাহাদ। যে কারণে বিশ্বকাপের বিমানে উঠছেন তিনি।
এর আগে দীর্ঘ দিন রিহ্যাভ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন ফাহাদ, প্রস্তুত হয়েছেন বিশ্বকাপের জন্য। এদিকে বিশ্বকাপ দলে থাকছেন শেখ পারভেজ জীবনও।
বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৭ জানুয়ারি, বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর তিন দিন পর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে ২৩ জানুয়ারি।
এসএইচ/এইচজেএস