ম্যাচসেরা হয়ে যে কারণে রংপুরকে ধন্যবাদ দিলেন মাহমুদউল্লাহ

চলমান বিপিএলে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। গতকাল (শুক্রবার) সিলেট টাইটান্সের বিপক্ষে নুরুল হাসান সোহানের দল ৭ বল এবং ৬ উইকেট হাতে রেখে জিতেছে। বড় এই জয়ে অবদান রেখে যেন আগের ম্যাচে জিতাতে না পারার আক্ষেপ মিটিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই তারকা ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে রংপুর রাইডার্স এবং প্রধান নির্বাহী (সিইও) ইশতিয়াক সাদেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মূলত বিপিএলের নিলামে প্রথমে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। পরে তাদের প্রতি সম্মান রেখে রংপুর রাইডার্সের কর্মকর্তা ইশতিয়াক সাদেকের প্রস্তাবে দুই ক্রিকেটারকে আবারও ‘বি’ ক্যাটাগরিতে তোলা হয়। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সে যুক্ত হন মাহমুদউল্লাহ।

রংপুর ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সত্যিই ইশতিয়াক সাদেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। কারণ শুরুতে আমাকে কেউ নেয়নি, তারপর তারা আমাকে এই সুযোগটা দিয়েছে। আমিও বিপিএল খেলতে চেয়েছিলাম। এই সুযোগ পাওয়ার পর আমার ভেতরে একটা তাগাদা কাজ করছে– ফ্র্যাঞ্চাইজি ও টিম মালিকদের জন্য, কোচ আর অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার।’
বিপিএল দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠান লাইভ দেখেছেন বলেও জানান মাহমুদউল্লাহ, ‘আমি নিলামটি দেখছিলাম। সত্যি বলতে আমি খুব অবাক হয়েছিলাম। কারণ গত দুই বছর, এমনকি গত তিন বছরের পারফরম্যান্সের পরিসংখ্যান যদি দেখেন, আমার মনে হয় জাতীয় দলের অনেক খেলোয়াড়ও ওই সময়টায় আমার কাছাকাছি ছিল না। স্ট্রাইকরেট, গড় কিংবা রানে।’
এসএইচ/এএইচএস