রিপনের বলে আউট হওয়া বল নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ

বৃহস্পতিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে গন্তব্যের খুব কাছে গিয়েও তরী ডুবেছিল রংপুর রাইডার্সের। শেষ ওভারে তারা ৭ রানের সমীকরণও মেলাতে ব্যর্থ হয়। শেষ বলে যখন ১ রানের প্রয়োজন, তখন রানআউট হয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। মূলত রিপন মন্ডলের করা ইয়র্কার বলে সুবিধা করতে পারেননি জাতীয় দলের সাবেক এই তারকা।
সেই ম্যাচ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার লাস্ট বলের প্ল্যানিং ছিল। কারণ আমি জানি হয়তোবা ইয়র্কারই ট্রাই করবে তারা। লক্ষ্য ছিল যদি সুযোগ পাই, তাহলে বড় কিছু করার চেষ্টা করব। তবে ডেলিভার করতে পারা না পারা এটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। মানুষ অনেক সময় ক্রিকেট ভাবে যে খুব সহজ।’
— Bangladesh Cricket (@BCBtigers) January 1, 2026
রংপুরের এই তারকা ব্যাটার বলেন, ‘স্পেশালি যারা টি-টোয়েন্টিতে লেট মিডল অর্ডারে ব্যাটিং করে, তারা খুব ভালোভাবে জানে যে তাদের পজিশনটা কত গুরুত্বপূর্ণ এবং কতটুকু ডেঞ্জারাস। এ পজিশনে সবসময় সফল হওয়া যায় না। কিন্তু আপনি টিমের জন্য যতটুকুই করার চেষ্টা করেন, এক সময় ঠিকই সফল হবেন আপনি।’
সুপার ওভারে গড়ানো আগের ম্যাচে হারের জন্য অনেকের কাঠগড়ায় উঠেছেন মাহমুদউল্লাহ। শেষ বলে তিনি রানআউট হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে। পরদিনই যেন ব্যাট হাতে সেই সমালোচনার জবাবটা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা। সিলেট টাইটান্সের দেওয়া লক্ষ্য তাড়ায় রংপুরকে জেতানোর পথে ১৬ বলে ৩৪ রান করে রিয়াদ ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন।
এসএইচ/এএইচএস