আবার কিংসের হোঁচট, জিতে শীর্ষে ভাগ বসাল ফর্টিজ

বাংলাদেশ ফুটবল লিগে আবার হোঁচট খেয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আবাহনীর সঙ্গে ড্রয়ের পর আজ (শনিবার) মানিকগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে ৩-৩ গোলে ম্যাচ শেষ করে তারা। এটি কিংসের তৃতীয় ড্র। এতে প্রথম লেগ শেষে কিংস এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারল না। ৯ ম্যাচ পর কিংস ও ফর্টিজ উভয় দলের সমান ১৮ পয়েন্ট। বাংলাদেশ ফুটবল লিগের বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়ন ও রেলিগেশনের ক্ষেত্রে একাধিক দলের পয়েন্ট সমান থাকলে প্লে অফ ম্যাচ হবে। এতে যুগ্মভাবেই টেবিলের শীর্ষে কিংস ও ফর্টিজ।
মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রথমার্ধেই তিন গোলের লিড নেয় কিংস। ২৩ থেকে ২৯ মিনিটের মধ্যে তিন গোল করে তারা। সাদ উদ্দিন ২৩ মিনিটে এবং ব্রাজিলিয়ান ডরিয়েল্টন ২৫ ও ২৯ মিনিটে জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধের শেষ ১৫ মিনিটে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। ৭৭ মিনিটে জাহিদ হোসেনের গোলের পর ফকিরেরপুল খেলায় ফেরে। ৮৪ মিনিটে ইরফান হোসেনের গোলে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস মেলে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বেন ইব্রাহিম গোল করলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফকিরেরপুল। এই ড্রয়ে ফকিরেরপুল প্রথম লেগ শেষে নয় পয়েন্টে অষ্টম স্থানে। রেলিগেশন জোন থেকে মাত্র এক ধাপ উপরে দলটি।
কিংসের পয়েন্ট খোঁয়ানোর দিনে ঢাকা আবাহনী বড় জয় পেয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তারা ৩-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। ম্যাচের নয় মিনিটে আবাহনীর মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে প্রথমে লিড এনে দেন। বিরতির আগে আবাহনীর আরেক বিদেশি ব্রুনো ব্যবধান দ্বিগুণ করেন। ৬০ মিনিটে সুলেমানে দিয়াবাতে আরেক গোল করলে তাদের বড় জয় নিশ্চিত হয়। এই জয়ে আবাহনী ৯ ম্যাচে ১৩ পয়েন্টে পঞ্চম স্থানে। সমান ম্যাচে আরামবাগ পাঁচ পয়েন্টে তলানিতে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডিকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিজ। প্রথমার্ধের শেষ দিকে পা ওমার বাবু এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ওকাফোর গোল করেন। এই জয়ে তারা যুগ্মভাবে টেবিলের শীর্ষে উঠে এসেছে। হারের ফলে পিডব্লিউডি রেলিগেশন জোনে সাত পয়েন্টে নবম স্থানে। দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে রহমতগঞ্জ। ১৬ মিনিটে রহমতগঞ্জকে লিড এনে দেন সলোমন কিং। পরের মিনিটে পুলিশের আমিরুল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশ জন নিয়েই প্রথমার্ধের শেষ দিকে পাউলো হেনরিকের গোলে সমতায় ফেরে পুলিশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় পুলিশ দশ জন নিয়ে এক পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে। ১৫ পয়েন্ট নিয়ে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ তৃতীয় এবং ১৪ পয়েন্ট নিয়ে পুলিশ চতুর্থ স্থানে।
আজ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম লেগের শেষ দিন। এই দিনে গুরুত্বপূর্ণ চার ম্যাচের ফলাফল খেলা শেষ হওয়ার তিন ঘণ্টা পার হলেও মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে জানায়নি ফেডারেশন। খেলা শুরুর সময় এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, লিগের মধ্যবর্তী দলবদল আগামীকাল থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
এজেড/এফএইচএম