রোববার আইসিসিকে চিঠি দেবে বিসিবি

আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে। এই আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। তবে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের ভূরাজনৈতিক অস্থিরতা বেড়ে গেছে।
সম্প্রতি ভারত সাদা বলের দুটি সিরিজ খেলতে এই বছর বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে। কিন্তু মুস্তাফিজ ইস্যুতে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে সবকিছুই এখন শঙ্কায় পড়েছে।
আগামীকাল আইসিসির কাছে ৩ বিষয়ে চিঠি দিতে যাচ্ছে বিসিবি। আজ শনিবার রাতে বোর্ড মিটিংয়ে উপস্থিত ১৭ জন পরিচালকদের এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
মূলত আইসিসির সিকিউরিটি ইউনিটকে মেইল করবে বিসিবি। যেখানে প্রথমে জানতে চাইবে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়, এরপর মুস্তাফিজের সঙ্গে ঘটে যাওয়া বিষয়। একইসঙ্গে খেলোয়াড় ছাড়াও বোর্ড পরিচালক ও অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে বিসিবি। যুক্ত থাকবে দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ও।
আজ ঢাকা পোস্টকে বিসিবির শীর্ষ একজন পরিচালক এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসএইচ/এইচজেএস