বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষের দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নেপালের স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন অফস্পিনার শের মাল্লা। অলরাউন্ডার বশির আহমাদকেও নিয়েছে তারা দলে। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত কোয়ালিফায়ার দলে থাকা কুশল মাল্লা বাদ পড়েছেন। টপ অর্ডার ব্যাটার রোহিত পাওডেল টানা দ্বিতীয় বিশ্বকাপে নেপালকে নেতৃত্ব দিবেন। অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি তার ডেপুটি।
গত বছর নেপাল প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ৬.৫০ ইকোনমি রেটে ১৭ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষ বোলার ছিলেন শের। টুর্নামেন্টে লুম্বিনি লায়ন্সকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি এবং হন সেরা উদীয়মান খেলোয়াড়।
টপ অর্ডার ব্যাটার ও কার্যকরী অলরাউন্ডারকে নিয়ে স্কোয়াড সাজানো হয়েছে। বোলিংয়ে আছেন লেগস্পিনার সন্দীপ লামিছানে। স্পিনে তার সহকারী হিসেবে থাকবেন ললিত রাজবংশী, মাল্লা ও আইরি। ফাস্ট বোলিং ইউনিটের হাল থাকবে করন কেসির হাতে, যেখানে তার সঙ্গী নন্দন যাদব, সোমপাল কামি ও অলরাউন্ডার গুলশান ঝা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপাল চার ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে তীব্র লড়াই করে হারে তারা। আগামী ৮ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে তাদের। মুম্বাইয়েই হবে তাদের সব লিগ ম্যাচ। বাংলাদেশ ১৭ ফেব্রুয়ারি তাদের লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে এই নেপালের বিপক্ষে। ‘সি’ গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ ইতালি ও ওয়েস্ট ইন্ডিজ।
নেপাল স্কোয়াড: রোহিত পাউডেল (অধিনায়ক), দীপেন্দ্র সিং আইরি (সহঅধিনায়ক), সন্দীপ লামিছানে, কুশল ভুর্টেল, আসিফ শেখ, সুন্দীপ জোরা, আরিফ শেখ, বাসির আহমাদ, সোমপাল কামি, করন কেসি, নন্দন যাদব, গুলশান ঝা, ললিত রাজবংশী, শের মাল্লা ও লোকেশ বাম।
এফএইচএম/