ভারতীয়দের আচরণ অখেলোয়াড়সুলভ, মাঠেই জবাব দিতে চান শাহিন

এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। ভারতীয় ক্রিকেটারদের এমন আচরণকে অখেলোয়াড়সুলভ আখ্যা দিয়েছেন পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। আর ভারতীয়দের এমন আচরণের জবাব মাঠেই দেবেন বলেও জানিয়েছেন তিনি।
জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু ইনজুরিতে পড়ায় ফিরে যান দেশে। চোটে পড়ার কারণে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সেই শঙ্কার কালো মেঘ উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাহিন সেরে উঠেছেন এবং খুব তাড়াতাড়ি অনুশীলনে ফিরবেন বলে জানায় দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে দেশে ফেরার পর বুধবার সাংবাদিকদের সামনে কথা বলেন শাহিন শাহ আফ্রিদি। সেখানে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। সেই সঙ্গে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট দল সম্পর্কে।
পাকিস্তান দলের ওয়ানডে অধিনায়ক ভারতকে উদ্দেশ্য করে বলেন, ‘‘সীমান্তের ওপারের মানুষেরা স্পোর্টসম্যানশিপ নষ্ট করেছে। আমরা এর জবাব মাঠেই দিবো। আপাতত আমাদের কাজ হচ্ছে নিজেদের লক্ষ্যে অটুট থাকা এবং ক্রিকেট খেলটা চালিয়ে যাওয়া।’’
সম্প্রতি শ্রীলঙ্কা সফরে গেছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে তারা। সিরিজের প্রথম ম্যাচে জয়ও পেয়েছে সালমান আলী আগা বাহিনী। তবে পাকিস্তান দলের সঙ্গে নেই শাহিন শাহ আফ্রিদি। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের জন্য নিজেকের প্রস্তুত করছেন তিনি।
এমএমএম