অত বড় কোনো নাম নয়, তবে ভালো খেলোয়াড়- কাকে বললেন মঈন

চলমান বিপিএলে প্রথমবার খেলতে এসেছেন ইথান ব্রুকস। গতকাল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত এক ক্যাচে আবারও আলোচনায় তিনি। মঈন আলীর বলে শামীম হোসেন পাটোয়ারীর খেলা শট প্রায় ছক্কা হয়ে যাচ্ছিল। তবে বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা ব্রুকস দারুণভাবে বল ধরে ফেলেন। খেলা শেষে এই ক্যাচের প্রশংসা করেছেন সিলেটের ম্যাচসেরা মঈন।
৮ বলে ২৮ রান এবং ২০ রান খরচায় ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মঈন। সংবাদ সম্মেলনে এসে সতীর্থ ফিল্ডারের প্রশংসা করলেন, ‘(ব্রুকসের ক্যাচ ছিল) দুর্দান্ত ক্যাচ। মাঠের মধ্যে সে একমাত্র ক্রিকেটার যে কিনা সেই ক্যাচটা ধরতে পারতো। সে অনেক ভালো ক্রিকেটার। এটা তার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সে দেখিয়ে দিয়েছে সে পারফর্ম করতে পারে। বাংলাদেশে এসে খেলাটা এমন উইকেটে একদমই সহজ নয়। সে দারুণ খেলছে। ফিল্ডিংয়েও সে দারুণ। ইংলিশ ক্রিকেটার হিসেবে আমি তাকে নিয়ে গর্ব করি। কাউন্টি ক্রিকেটেও সে ভালো করে। এমন ফিল্ডার থাকা সবসময় দারুণ।’
ক্যাচের নিয়ম বা ক্যাচ হয়েছে কিনা এই ব্যাপারে মঈন জানিয়েছেন, ‘আমি নিশ্চিত ছিলাম না (ক্যাচ হয়েছে কিনা) কারণ একেক লিগে অনেক সময় একেক নিয়ম থাকে। আমার মনে হয় বলটা ভেতরে রাখতে পারলেই ঠিকঠাক থাকে।’
ব্রুকসকে বিপিএলে খেলার সুযোগ করে দেওয়ার ব্যাপারে মঈন জানিয়েছেন, ‘(আগে) আমি তাকে (ইথান ব্রুকসকে) চেষ্টা করেছিলাম নেপালে পাঠাতে। একাধিকবার। সে যুক্তরাজ্যে অনেক ম্যাচ জিতিয়েছে। সবাই এটা করতে পারে না। আমার ভাই কোচিং করায়। তার চোখে অনেক খেলোয়াড়ই থাকে। সে (ইথান) দারুণ একজন খেলোয়াড়। ভালো খেলছিল। তারা (সিলেট) তাকে স্কাউট করেছে। দলের মালিক আমাকে জিজ্ঞেস করেছিল ইথানের ব্যাপারে। আমি আগেই ভেবেছি সে অনেক ভালো খেলোয়াড়। সামনে ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেলে তার জন্য ভালো ব্যাপার হবে। আমি সবসময়ই তার নাম সুপারিশ করে যাব, কারণ সে অত বড় কোনো নাম নয়, তবে ভালো খেলোয়াড়।’
এসএইচ/এফএইচএম