তিন ফিফটিতে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০০ রান

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডের শুরুতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ফিফটির দেখা পেয়েছেন ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও ড্যারেল মিচেল। এই তিন ফিফটিতে ভর করে ৩০০ রানের পুঁজি পেল কিউইরা। ফলে জিততে হলে ভারতকে করতে হবে ৩০১ রান।
ভাদোদোরায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় দলনেতা শুবমান গিল। টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। উদ্বোধনী জুটিতে আসে ১১৭ রান। এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। ৬৯ বলে ৬২ রান করেন নিকোলস। আর ৬৭ বলে ৫৬ রান আসে কনওয়ের ব্যাট থেকে।
এদিকে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি উইল ইয়াং ও গ্লেন ফিলিপস। দুজনই আউট হন ১২ রান করেন। এছাড়া ১৮ রান করেন মিচেল হে ও ১৬ রান করেন মিচেল ব্রেসওয়েল।
এদিকে ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যান ড্যারেল মিচেল। ব্যক্তিগত ফিফটি পূরণের পর ৮৪ রানে থামেন এই ডানহাতি ব্যাটার। মাত্র ৭১ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি পাঁচটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া ১ রান করেন জেমস ফোলকস। আর ২৪ রানে ক্রিস্টিয়ান ক্লার্ক ও ৮ রানে কাইল জেমিসন অপরাজিত থাকেন।
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ সিরাজ, হারষিত রানা ও প্রসিধ কৃষ্ণা। আর একটি উইকেটের দেখা পেয়েছেন কুলদিপ যাদব।
এমএমএম