২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ঢাকা পর্বের ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরটা দারুণ জমিয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোও অনুষ্ঠিত হচ্ছে সেখানেই। আগামীকাল (১২ জানুয়ারি) শেষ হবে বিপিএলের সিলেট অধ্যায়। এরপর ফাইনাল পর্যন্ত খেলা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সিলেট পর্বের শেষদিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস মুখোমুখি হবে রংপুর রাইডার্স। আর সিলেট পর্বের শেষ ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
এদিকে ইতোমধ্যেই ঢাকা পর্বের ম্যাচগুলোর টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে খেলা। এটা ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে ৩০০ টাকা। আর শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে ভক্তদের বহন করতে হবে ৫০০ টাকা।
জিরো ওয়েস্ট জোনে বসে খেলা দেখতে চাইলে ক্রিকেটপ্রেমীদের খরচ করতে হবে ৬০০ টাকা। এদিকে ইন্টারন্যাশনাল গ্যালারী ৮০০ ও ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের দাম এক হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের দাম সবচেয় বেশি। এটার মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা।
বিপিএলের এবারের আসরে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সমান ম্যাচে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান রাজশাহী ওয়ারিয়র্সের। তিনে আছে রংপুর। তারা অর্জন করেছে ৮ পয়েন্ট। রংপুরের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে সিলেট টাইটানস। আর পাঁচে ঢাকা ও ছয়ে রয়েছে নোয়াখালী।
এমএমএম