ঢাকাকে পাত্তাই দিলো না নোয়াখালী

টানা ছয় ম্যাচে হারের পর জয়ের দেখা পেয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। জয়ের ধারাটা অব্যাহতই রাখল নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে নোয়াখালী। হায়দার আলীর দল জিতেছে ৪১ রানে।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৪ রান করে নোয়াখালী। জবাবে ১৪৩ রানে গুটিয়ে যায় ঢাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী। সৌম্য সরকারের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন অভিষিক্ত হাসান ইসাখিল। এই দুই ব্যাটার মিলে দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। মাত্র ২৫ বলে ৪৮ রান করে আউট হন সৌম্য।
ব্যাট হাতে সুবিধা করতে পারেননি সাহাদাত হোসেন দীপু ও হাবিবুর রহমান সোহান। ৩ রানে দীপু ও ৪ রানে ফেরেন সোহান।
এরপর ক্রিজে আসেন মোহাম্মদ নবী। ছেলে ইসাখিলের সঙ্গে গড়েন ৫৩ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের দিকে ধাবিত হয় নোয়াখালীর ইনিংস। ১৩ বলে ১৭ রান করে আউট হন নবী। কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন অধিনায়ক হায়দার আলী। আর জাকের আলী আউট হন ৮ রান করে।
এদিকে ফিফটি পূরণের পর সেঞ্চুরির পথে ছিলেন হাসান ইসাখিল। কিন্তু ৮ রানের আক্ষেপ থেকে যায় তার। আউট হন ব্যক্তিগত ৯২ রানে। মাত্র ৬০ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও পাঁচটি ছয়ে সাজানো। এছাড়া ০ রানে হাসান মাহমুদ ও ৪ রানে মেহেদী হাসান রানা অপরাজিত থাকেন।
ঢাকা ক্যাপিটালসের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন।
১৮৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে নোয়াখালীর বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ঢাকার ব্যাটাররা। ব্যক্তিগত ইনিংসটা বিশের ঘর ছাড়াতে পেরেছেন মাত্র তিনজন ব্যাটার। সর্বোচ্চ ৩৪ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৩ রান আসে দলনেতা মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। আর ২৯ রান করেন শামীম পাটোয়ারী।
নোয়াখালীরর হয়ে দুটি করে উইকেট নেন চারজন বোলার।
এমএমএম/