স্ক্যান সম্পন্ন তাসকিনের, ৫ দিনের পর্যবেক্ষণে থাকবেন

চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন তাসকিন আহমেদ। যদিও গতকাল (রোববার) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাঠে দেখা যায়নি এই পেসারকে, মূলত চোটের কারণে মাঠের বাইরে আছেন। চোট তেমন গুরুতর নয় দাবি করে গতকাল আশ্বস্ত করেছিলেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
নোয়াখালীর বিপক্ষে ঢাকা সর্বশেষ ম্যাচে হেরেছে বাজেভাবে। ম্যাচ শেষে মিঠুন জানান, তাসকিনকে একাদশে রাখার কথা বিবেচনাতেই ছিলেন না। এমনকি তিনি সিলেটেই নেই। ফিজিওর পরামর্শে ঢাকায় চলে গেছেন। আজ (সোমবার) খোঁজ নিয়ে জানা গেছে, ৫ দিনের বিশ্রামে রয়েছেন তাসকিন।
বিসিবির মেডিকেল বিভাগ থেকে নিশ্চিত হওয়া গিয়েছে, তাসকিনের হাঁটুতে স্ক্যান সম্পন্ন হয়েছে। খুব গুরুতর কিছু না হলেও ৫ দিনের বিশ্রামে থাকছেন তিনি। ১৫ তারিখ নতুন করে আবার পর্যবেক্ষণ হবে তাসকিনকে নিয়ে। এরপর ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত।
সামনেই বিশ্বকাপ যে কারণে তাসকিনকে নিয়ে নতুন করে কোনো ঝুঁকি নিতে চায় না মেডিকেল বিভাগ কিংবা তার দল ঢাকা ক্যাপিটালস। এর আগে মিঠুন জানান, ‘আসলে এটা ফিজিও বলতে পারবে। আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।’
এসএইচ/