ব্যাটিংয়ে নামার আগে কী করেন কোহলি? (ভিডিও)

ব্যাটিংয়ে নামার আগমুহূর্তে একজন ব্যাটার সাধারণত গ্লাভস-হেলমেট পরেন, পছন্দের ব্যাটটা হাতে নিয়ে মাঠে নেমে পড়েন। এসবতো যে কোনো ব্যাটারই করেন। কিন্তু বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি ঠিক কী করেন, এমন প্রশ্ন অনেকেরই। তবে সর্বসাধারণতো দূরের কথা, মিডিয়ার ড্রেসিংরুমে প্রবেশাধিকার না থাকায় সে খবর অনেকেই হয়তো জানেন না।
গত রোববার বারোদায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের সময় এক ভক্ত লুকিয়ে ভারতীয় ড্রেসিংরুমের একটি ভিডিও তুলেছেন। ১ মিনিট ১০ সেকেন্ডের সেই ভিডিওতে ধরা পড়েছে, কোহলি ব্যাট করতে নামার ঠিক আগে কী কী করেন।
— Sonu (@Cricket_live247) January 12, 2026
ভিডিওটিতে দেখা যাচ্ছে, রোহিত শর্মা আউট হওয়ার পরেই কোহলি দ্রুত প্যাড পরে নিচ্ছেন। তারপর গায়ে পারফিউম স্প্রে করছেন, হাতে লোশন মাখছেন, চটজলদি কিছু একটা খাবার এক কামড় খেয়ে নিয়ে গ্লাভস পরে সরাসরি মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন।

৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলেছেন কোহলি। তার ব্যাটে ভর করেই জিতেছে ভারত। ৩০১ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জিতে যায় শুভমন গিলের দল। কোহলি ম্যাচ সেরা হন।এই ইনিংসে কোহলি দু’টি মাইলফলক স্পর্শ করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে দ্রুততম ব্যাটার হিসেবে ২৮,০০০ রানের গণ্ডি পার করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শচীন টেন্ডুলকারের ঠিক পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
এফআই