ম্যানইউর কোচ হলেন ছয়টি বড় শিরোপা জেতা সাবেক মিডফিল্ডার

চলতি মৌসুমে আরও শোচনীয় অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেডের। ঘরোয়া দুটি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা। প্রিমিয়ার লিগ টেবিলেও ভালো অবস্থানে নেই। তাই আপাতত শুধু এই মৌসুমের জন্য নতুন কোচ নিয়োগ দিলো দলটি। সাবেক খেলোয়াড় মাইকেল ক্যারিককে এই মৌসুমের শেষ পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব দিয়েছে তারা।
মঙ্গলবার ক্যারিককে নিযুক্ত করার খবর নিশ্চিত করেছে ম্যানইউ। আজ (বুধবার) প্রথমবার ট্রেনিংয়ে দেখা যাবে তাকে। আগামী শনিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বিতে তার কঠিন পরীক্ষা।
প্রধান কোচ হিসেবে রুবেন আমোরিমের ১৪ মাসের অধ্যায় শেষ হয় গত সপ্তাহে ক্লাব তাকে বরখাস্ত করলে। উলে গুনার সুলশার ও রুড ফন নিস্টলরয়কে ছাপিয়ে ম্যানইউর চাকরি পেলেন ৪৪ বছর বয়সী ক্যারিক। গত দুটি ম্যাচে ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকা ড্যারেন ফ্লেচার ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের দায়িত্বে ফিরে গেছেন।
‘ম্যানচেস্টার ইউনাইটেডকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পাওয়া আমার জন্য একটি বড় সম্মান।’- এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্যারিক বলেন। তিনি আরও বলেন, ‘এই ক্লাবে সফল হতে ঠিক কী প্রয়োজন তা আমি জানি; আমার লক্ষ্য এখন খেলোয়াড়দের সেই মান অর্জনে সাহায্য করা যা এই অসাধারণ ক্লাব প্রত্যাশা করে। আমরা জানি যে, এই দলের সেই মান বজায় রাখার বা ফলাফল দেওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে।’
ক্যারিক আগেও ম্যানইউর ডাগআউটে ছিলেন। ২০২১-২২ মৌসুমে তিন ম্যাচে ভারপ্রাপ্ত কোচ ছিলেন। ২০২১ সালের নভেম্বরে সুলশার বরখাস্ত হওয়ার পর তার অধীনে ভিয়ারিয়াল ও আর্সেনালের সঙ্গে জয় ও চেলসির বিপক্ষে ড্র করেছিল ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রাখার মতো বড় সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
একই মাসে রালফ র্যাগনিক অন্তর্বর্তীকালীন কোচ হলে ক্যারিক সরে যান এবং এক বছর পর ২০২২ সালের অক্টোবরে মিডলসবোরোর দায়িত্ব নেন। ২০২৩ সালের প্লে অফে পৌঁছেছিল তার দল এবং পরের বছর কারাবাও কাপের সেমিফাইনালেও খেলেছিল মিডলসবোরো। দশম হয়ে চ্যাম্পিয়নশিপ শেষ করায় ক্লাবটি তাকে গত বছরের জুনে বরখাস্ত করে।
ক্যারিক খেলোয়াড় হিসেবে ম্যানইউতে বেশ সফল। ২০০৮ সালে ক্লাবটির শেষ চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। পাঁচটি প্রিমিয়ার লিগ শিরোপার স্বাদ পেয়েছেন এই সাবেক ইংলিশ ফুটবলার। ২০১৮ সালে অবসর নেওয়ার পরপর ওল্ড ট্রাফোর্ডের ব্যাকরুম স্টাফ দলে যুক্ত হন তিনি। হোসে মরিনহো ও সুলশারের অধীনে কোচিং করান।
এখন ক্যারিকের সামনে কঠিন চ্যালেঞ্জ। তার দল টেবিলের সপ্তম স্থানে, শীর্ষ চারে থাকা দলের সঙ্গে তাদের ব্যবধান তিন পয়েন্টের।
এফএইচএম/