রশিদ-নবিদের অতিরিক্ত ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় লাগাম টানছে ক্রিকেট বোর্ড

বিশ্বজুড়ে বেড়েই চলেছে টি-টোয়েন্টি ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। জনপ্রিয় এসব লিগে আফগানিস্তানের ক্রিকেটারদের বেশ চাহিদা রয়েছে। ফলে তাদের অতিরিক্ত শারিরীক ধকল কিংবা চোটে পড়ারও ঝুঁকি দেখা দেয়। সে কারণে সব সময় গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে না পাওয়ারও নজির রয়েছে। এসব বিবেচনায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় লাগাম টানতে যাচ্ছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।
রশিদ খান, মোহাম্মদ নবি ও আজমতউল্লাহ ওমরজাইরা এখন থেকে বছরে তিনটির বেশি বিদেশি লিগ খেলতে পারবেন না। কাবুলে গতকাল (বুধবার) এসিবির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি লিগে খেলতে ক্রিকেট বোর্ড থেকে খেলোয়াড়দের যে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়, সেক্ষেত্রে লাগাম টানা হচ্ছে। তিনটির বেশি লিগে সেই এনওসি পাবেন না রশিদ-নবিরা।
এক বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ক্রিকেটারদের ফিটনেস সুরক্ষা ও মানসিকভাবে ভালো থাকার বিষয়ে প্রাধান্য দিয়ে বিদেশি লিগে খেলার ব্যাপারে নতুন নীতি অনুমোদন করেছে এসিবি। এখন থেকে ক্রিকেটাররা আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং আর মাত্র তিনটি আন্তর্জাতিক লিগে খেলতে পারবেন। ক্রিকেটারদের ওয়ার্কলোড সামলানো এবং জাতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এসিবির নতুন এই সিদ্ধান্তে অবশ্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ক্রিকেটাররা, বিশেষ করে টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। রশিদ বর্তমানে দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে এমআই কেপটাউনকে নেতৃত্ব দিচ্ছেন। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন আইএল টি-টোয়েন্টি (এমআই এমিরেটস) এবং মেজর লিগ ক্রিকেটে (এমআই নিউইয়র্ক)। এ ছাড়া আইপিএলে গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ সদস্য আফগান এই তারকা।
এর বাইরে তরুণ স্পিনার নুর আহমেদ, অভিজ্ঞ তারকা মোহাম্মদ নবি, ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব-উর রহমান, আল্লাহমোহাম্মদ গাজানফার, নাভিন উল হক ও ফজলহক ফারুকিরাও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে আসছেন। অবশ্য বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলায় এমন বিধি-নিষেধ চালু আছে বিভিন্ন দেশে।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। এর আগে মেগা টুর্নামেন্টটির শেষ প্রস্তুতি হিসেবে আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।
এএইচএস