রংপুরের বিপক্ষে যেমন ক্রিকেট খেলতে চায় সিলেট

চলমান বিপিএলের গ্রুপ পর্বের সব খেলা শেষ হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে শেষ চারের লড়াই। প্লে-অফে নিজেদের সেরাটা দেখানোর জন্য প্রস্তুত সিলেট টাইটান্স। রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলার দিকে সিলেটের নজর বলে জানিয়েছেন ইথান ব্রুকস।
আজ সোমবার মিরপুর শেরে-ই বাংলার মাঠে দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রুকস বলেন, 'আমার মাথায় এটাই ছিল বল ধরে যত দ্রুত সম্ভব বাউন্ডারির ভেতরে লাফ দিতে হবে। দেখলাম অনেক মিডিয়া কভারেজ পেয়েছে বিষয়টা। ব্যাপারটা কুল।'
ব্রুকস দলের প্রস্তুতি ও মানসিকতা নিয়ে জানান, 'দল বেশ ইতিবাচক রয়েছে। আমরা ভালো ক্রিকেট খেলছি। কাল নকআউট খেলা, রংপুর বেশ শক্তিশালী। আমাদের সেরাটা খেলতে হবে। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। তবে উইকেট দ্রুত পড়ে গেলে স্মার্ট ক্রিকেট খেলাও জরুরি। সবাই খুব রোমাঞ্চিত এই ম্যাচ নিয়ে।'
তিনি আরও যোগ করেন, 'অবশ্যই। আমাদের দল ভালো। আমাদের আত্মবিশ্বাস আছে। আর মাত্র তিনটি ম্যাচ, একটি ম্যাচ ভাবলে অবশ্য হচ্ছে না। আমাদের লক্ষ্য প্রতিটি মুহূর্তে পুরোটা দিতে হবে।'
এসএইচ/এইচজেএস