বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডের সঙ্গে আলোচনা হয়নি আইসিসির

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না ভারত। বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছে তারা। তবে অল্প সময়ে ভেন্যু পরিবর্তন বেশ কঠিন কাজ। তাই পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গেছে। বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিলে বিকল্প দল হিসেবে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। তবে এখনো এ ব্যাপারে স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি আইসিসি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত এই ম্যাচগুলো। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়ে একধিকবার চিঠি দিয়েছে বিসিবি।
মেইল চালাচালি ছাড়াও ভিডিও কনফারেন্সে আলোচনা করেছে বিসিবি-আইসিসি। এমনকি এ ব্যাপারে বিসিবির সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আসে আসিসির একটি প্রতিনিধি দল। তারপরও সমাধানে পৌঁছাতে পারেনি তারা।
ইএসপিএন ক্রিকইনফো বলছে আগামী ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করবে আইসিসি। যদিও বিসিবি বলছে, এমন কোনো ডেডলাইনের কথা বলেনি আইসিসি। এ ছাড়া ক্রিকইনফোর সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ না খেললে সুযোগ পাবে স্কটল্যান্ড।
তবে বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি আইসিসি। আগামী মার্চে ওমান ও নামিবিয়ার সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার কথা স্কটল্যান্ডের। সেই টুর্নামেন্টের জন্যই প্রস্তুতি নিচ্ছে তারা।
এইচজেএস