মৎস্যজীবীর শহরে ম্যানসিটির ভরাডুবি

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম হতাশাজনক অঘটনের শিকার হলো ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার নরওয়ের ছোট্ট ক্লাব বোদো/গ্লিম্টের কাছে তারা ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে।
দ্বিতীয়ার্ধে রদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে উত্তর মেরুর উত্তরে অবস্থিত প্রায় ৫৫,০০০ জনসংখ্যার একটি মৎস্যজীবী শহর বোদোতে সিটির জন্য এক দুঃসহ রাত কাটে। এই শহরটি ওসলো থেকে ১,০০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।
টুর্নামেন্টে এবারই প্রথম অভিষেক হওয়া বোদো/গ্লিম্টের হয়ে ক্যাসপার হগ ২২ ও ২৪ মিনিটে কাছ থেকে গোল করে তাদের প্রথম জয়ের পথ তৈরি করেন।
জেন্স পেটার হাউজ ৫৮ মিনিটে বাঁকানো শটে বল জালে জড়ান। ৮,০০০ দর্শক ধারণক্ষমতার অ্যাস্পমিরা স্টেডিয়ামের স্থানীয় সমর্থকদের উল্লাসে ভাসিয়ে দেন। স্কোরলাইন অবিশ্বাস্যভাবে ৩-০ হয়।
সিটি ৬০ মিনিটে রায়ান শেরকির মাধ্যমে একটি গোল শোধ দেয়। তবে ঘুরে দাঁড়ানোর আশায় বড় ধাক্কা খায় যখন ২০২৪ সালের ব্যালন ডি’অর বিজয়ী রদ্রিকে তারা হারায়। ৬২ মিনিটে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান।
এফএইচএম/এসএমডব্লিউ