বিপিএলে ফিল্ডিংয়ে পাকিস্তানি তারকার রেকর্ড

রাজশাহী ওয়ারিয়র্সকে দারুণ শুরু এনে দেওয়ার পর ফিল্ডিংয়েও দুর্দান্ত পারফরম্যান্স করলেন। একে একে পাঁচ ক্যাচ নিয়ে বিপিএলে রেকর্ড গড়লেন পাকিস্তানের ফিল্ডার।
আজ (বুধবার) দ্বিতীয় কোয়ালিফায়ারে সাহিবজাদা ফারহান বিপিএলের এক ম্যাচে সর্বোচ্চ ক্যাচের যৌথ রেকর্ড গড়েছেন। বিনুরা ফার্নান্ডোর প্রথম দুই ওভারে জাকির হাসান ও আরিফুল ইসলামের ক্যাচ নেন তিনি। তারপর পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংসের ব্যাটে ঘুরে দাঁড়াতে চেয়েছিল সিলেট টাইটান্স। ৩৭ রানে বিলিংস পাকিস্তানি ফিল্ডারের ক্যাচ হন।
এরপর ১৮তম ওভারে তিন বলের মধ্যে দুটি ক্যাচ নিয়ে রেকর্ড গড়েন সাহিবজাদা। মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ তার হাতে ধরা পড়েন। তাতে উইল জ্যাকসের পাশে বসলেন তিনি। ২০২৪ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাঁচ ক্যাচ নেন ইংল্যান্ডের তারকা।
এফএইচএম/