স্প্রিঙ্গারের হ্যাটট্রিকে আফগানদের বিপক্ষে ক্যারিবীয়দের সান্ত্বনার জয়

এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে তাদের হয়ে হ্যাটট্রিক করেন অভিজ্ঞ স্পিনার মুজিব-উর-রহমান। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দেখা গেল আরেকটি হ্যাটট্রিক। এবার শামার স্প্রিঙ্গারের টানা তিন উইকেট শিকারের বদৌলতে হোয়াইটওয়াশ এড়িয়েছে ক্যারিবীয়রা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল (বৃহস্পতিবার) আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৫১ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় ১৮ ওভার পর্যন্ত ভালোভাবেই লড়াইয়ে টিকেছিল আফগানরা। কিন্তু ১৯তম ওভারেই লাগে গণ্ডগোল। স্প্রিঙ্গার পরপর তিন বলে রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান এবং শহিদউল্লাহকে ফেরালে তাদের সেই আশা ভেস্তে যায়। সর্বসাকুল্যে ১৩৬ রান তুলে উইন্ডিজদের কাছে ১৫ রানে হারল আফগানিস্তান।
এর আগে ক্যারিবীয়রা প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতির শুরুর পর দলীয় ২৭ রানে ওপেনার জনসন চার্লসকে হারায়। একপ্রান্তে অধিনায়ক ব্রেন্ডন কিং অটল থাকলেও আরেকপ্রান্তে তাকে বলার মতো সঙ্গ দিতে পারেননি কেউই। কেসি কার্টি (১০) ও জাস্টিন গ্রিভস (১২) কিং–কে দর্শক বানিয়ে ফেরেন। উইন্ডিজ অধিনায়ক এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। কিংয়ের ব্যাটে আসে ৩৫ বলে ৩ ছক্কা ও ২ চারে ৪৭ রান। শিমরন হেটমায়ার ঝড়ের আভাস দিলেও তাকে ৬ বলে ১৩ রানে থামান রশিদ খান। শেষদিকে ম্যাথু ফোর্ড ১১ বলে দুটি করে চার-ছক্কায় ২৭ রানের ক্যামিও ইনিংসে দলীয় সংগ্রহ দেড়শ পার করেন।

ক্যারিবীয়দের বল হাতে মোমেন্টাম পাইয়ে দেওয়া স্প্রিঙ্গার ব্যাট হাতেও ৯ বলে ১৬ রান করেন। ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৫১ রানের স্কোরবোর্ড পায় তারা। বিপরীতে আফগানদের পক্ষে ২টি করে উইকেট শিকার করেছেন রশিদ খান, আব্দুল্লাহ আহমদজাই ও জিয়াউর রহমান।

লক্ষ্য তাড়ায় নামা আফগানিস্তানকে উদ্বোধনী জুটিতে ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ পঞ্চাশ ছোঁয়া জুটিতে সঠিক পথেই নিয়ে যান। সেই জুটি ভাঙলে গুরবাজ একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার বিদায়ের পর মুহূর্তের ঝড়ে আশা শেষ হয়ে যায় আফগানদের। দুইু ওপেনার ১০ ওভারে ৭২ রান তুললে শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৮০ রান। কিন্তু তাদের জন্য সেটাই কঠিন হয়ে দাঁড়ায় স্প্রিঙ্গারের হ্যাটট্রিকে। অবশ্য তার আগে থেকেই ব্যাটিং বিপর্যয় শুরু হয়ে যায়। যার ফলস্বরূপ ইব্রাহিম ও গুরবাজ আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
২৭ বলে ২৮ রান করেন ইব্রাহিম জাদরান। এ ছাড়া গুরবাজ ৫৮ বলে ৮ চার ও এক ছক্কায় ৭১ রান করেন। ক্যারিবিয়ান ম্যাচসেরা বোলিং উপহার দেওয়া স্প্রিঙ্গার এর আগে কোনো ম্যাচে একাধিক উইকেট পাননি। আর গতকাল ২০ রানে নেন ৪ উইকেট। যার সুবাদে আফগানদের কাছে ২-১ ব্যবধান হেরে সিরিজ শেষ করল ওয়েস্ট ইন্ডিজ।
এএইচএস