বিশ্বকাপের আগমুহূর্তে তারকা ক্রিকেটারকে হারাল নিউজিল্যান্ড

দুই সপ্তাহের মাথায় ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। কিন্তু তার আগে একের পর এক চোটের ধাক্কায় নাজেহাল প্রতিযোগী দেশগুলো। নতুন করে তারকা পেসার অ্যাডাম মিলনেকে হারিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টোয়েন্টিতে খেলার সময় তিনি হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। মিলনের জায়গায় ডাক পেয়েছেন কাইল জেমিসন।
এর আগপর্যন্ত মিলনে এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলে আসছেন। গত রোববার এমআই কেপটাউনের বিপক্ষে ম্যাচ চলাকালে চোট পান এই কিউই পেসার। যা নিয়ে স্ক্যান করার পর তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। এর আগে ফ্র্যাঞ্চাইজি আসরটিতে ৯ ম্যাচে ৭.৬১ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেন মিলনে।
স্বভাবতই গুরুত্বপূর্ণ এই তারকাকে হারিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘অ্যাডামের জন্য আমরা সবাই হতাশ। টুর্নামেন্টের জন্য তিনি নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করে আসছিলেন। ইস্টার্ন কেপ সানরাইজার্সের হয়েও ৮ (মূলত ৯) ম্যাচে সেরা পারফর্ম করেন তিনি। এটি অ্যাডামের জন্য দুর্ভাগ্যের মুহূর্ত এবং আমরা তার দ্রুত চোট কাটিয়ে পুনর্বাসনের প্রত্যাশা করি।’
বর্তমানে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের মূল স্কোয়াডে (ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন) না থাকলেও এই সিরিজে খেলছেন জেমিসন। মিলনের ইনজুরি তার জন্য বিশ্বকাপের দরজাও খুলে দিয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিযোগী দেশগুলো ইচ্ছেমতো স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে, রিপ্লেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে অনুমোদন লাগবে আইসিসির। জেমিসনকে নিয়ে কিউই কোচ বলেন, ‘এটি ভালো বিষয় যে, কাইল আমাদের জন্য ভারতে অবস্থান করছে। তিনি আমাদের পেস বোলিং বিভাগের অবিচ্ছেদ্য সদস্য এবং বর্তমান সফরেও খেলছেন। তিনি দারুণ পরিশ্রমী, দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে আমাদের আসন্ন টুর্নামেন্টে শক্তি যোগ করবে।’
এর আগে ২০২৫ সালের শেষদিকে ইনজুরি কাটিয়ে জেমিসন মাঠে ফেরেন। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে ক্যারিয়ারসেরা ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এর আগে নিউজিল্যান্ড পিতৃত্বকালীন ছুটির জন্য বিশ্বকাপ থেকে ম্যাট হেনরি ও লকি ফার্গুসনকে চুটি দেওয়ার কথা জানিয়েছিল। জেমিসন মূল স্কোয়াডে যুক্ত হওয়ায় ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ভিন্ন কাউকে নিতে পারে কিউইরা। বিশ্বকাপে ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে লড়বে।
এএইচএস