‘শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে, ক্রিকেটাররা কেন নয়?’

বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে তীব্র বিরোধিতা ছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী নেতাদের। ফলে অন্যান্য ক্রিকেটারদেরও নিরাপত্তা শঙ্কা রয়েছে দাবি করে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানালেও আইসিসি তাতে রাজি হয়নি। বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা মানতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি।
রাজনৈতিকভাবে ভারত ও বাংলাদেশের মাঝে দূরত্ব বাড়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে। বিশেষ করে প্রায় দেড় হাজার মানুষ হত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশটিতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে জলঘোলা পরিস্থিতি তৈরি হয়। ভারত থেকেও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার দাবি তুলে আলোচনা-সমালোচনা দেখা দেয়। ভারতীয় ক্রিকেটার মনোজের প্রশ্ন– শেখ হাসিনা ওই দেশে নিরাপদে থাকতে পারলে, ক্রিকেটাররা কেন পারবে না।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, ‘এটি (ভারতে না যাওয়ার সিদ্ধান্ত) বোর্ড (বিসিবি) থেকে আসেনি। যদি আপনি সংবাদ সম্মেলন দেখেন, ক্রীড়ামন্ত্রী (মূলত উপদেষ্টা) গণমাধ্যমের সামনে বলছেন– এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। কিন্তু বোর্ড সভাপতি (আমিনুল ইসলাম বুলবুল) তার পাশে দাঁড়ানো। সাধারণত অন্য দেশে ক্রিকেট বোর্ড স্বায়ত্তশাসিত বডি এবং রাজনৈতিক ও মন্ত্রণালয়ের সম্পৃক্ততা কেবল কিছু ইভেন্ট আয়োজনের সময় দেখা যায়।’
— ANI (@ANI) January 22, 2026
শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন উল্লেখ করে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘তাদের দেশে (বাংলাদেশ) রাজনীতি এখন দৃশ্যপটে এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রিকেট বোর্ডের সঙ্গে জোরালোভাবে জড়িয়ে গেছে। সেখান থেকেই সিদ্ধান্তও এসেছে। যদি নিরাপত্তার প্রশ্ন তোলা হয়, তাহলে সেখানে আন্দোলনের মুখে শেখ হাসিনা আমাদের দেশে চলে এসেছেন এবং নিরাপদেও আছেন, তাই না? আমাদের কেন্দ্রীয় সরকার তাকে ভালো নিরাপত্তা এবং আশ্রয় দিচ্ছে। যদি একটি দেশের (সাবেক) প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারে, তাহলে ক্রিকেটাররা নিশ্চিতভাবে নিরাপত্তা পাবে।’
বাংলাদেশের সিদ্ধান্তে ক্রিকেটাররাই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মনোজ, ‘এটি ক্রিকেটারদেরই ক্ষতি। সকল বাংলাদেশি ক্রিকেটারই দেশের হয়ে সবসময় খেলতে চায় এবং বিশ্বকাপে ভালো পারফর্মের স্বপ্ন দেখে, যা তাদের ব্যক্তিগত ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে। কিন্তু এখন খেলোয়াড়রা কী করবে? এটি তাদের হাতে নেই এবং আইসিসির নির্দেশনাও খুব সহজ– “হয় তুমি খেলবে অথবা সরে যাবে”। কেন বিসিবি এই সিদ্ধান্ত নিলো, আইসিসি চেয়ারম্যান এবং আইসিসি যেখানে অনেক শক্তিশালী? আমরা জানি এই সিদ্ধান্ত বোর্ড নেয়নি, তাদের ক্রীড়া মন্ত্রণালয় নিয়েছে।’
এদিকে, এখনও ভারতে বাংলাদেশি কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি আমলে নিলেও বাংলাদেশের বেলায় আইসিসি ভিন্ন অবস্থান নিয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। ঠিক গতকালই, পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া জানিয়েছে।’
ভারতের এসব কাণ্ড নিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এ ঘটনাগুলোর সঙ্গে যদি দীর্ঘদিন ধরে চলমান বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণাকে যুক্ত করা হয়, যার ফল হিসেবে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে মানতেই হবে যে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব ও গুরুতর।’
এএইচএস