বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প কি স্কটল্যান্ডই?

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে তাদের বিকল্প হিসেবে কোন দলকে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত নয়। তবে পরবর্তী সেরা র্যাংকিংধারী হিসেবে স্কটল্যান্ডের নাম শোনা যাচ্ছে। বিষয়টি এখনো আনুষ্ঠানিক না হলেও প্রায় নিশ্চিত।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ক্রিকেট স্কটল্যান্ডের (সিএস) কাছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। কিন্তু মঞ্চ প্রস্তুত। বাংলাদেশের বিকল্প হিসেবে এই সহযোগী দেশের নাম ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।
ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।
অবশ্য বাংলাদেশ কি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ (শনিবার) দেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে বিসিবি কর্মকর্তারা দেখা করবেন। তবে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ইউনুস ও আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে কি না, তা এখনো অজানা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, বাংলাদেশ ভারতের বিশ্বকাপ বয়কটই করতে যাচ্ছে।
এফএইচএম/