বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের একজন পরিচালক ছিলেন ইশতিয়াক সাদেক। তবে আজ (শনিবার) বিসিবির পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি। ঢাকা পোস্টকে বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য জানিয়েছেন।
আজ দুপুরে বিসিবির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ইশতিয়াক। তবে ঠিক কী কারণে পদত্যাগ করেছেন সেটি এখনো নিশ্চিত করে জানা যায়নি।
বিসিবির বর্তমান কমিটিতে গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন ইশতিয়াক। বোর্ড পরিচালকের পাশাপাশি সেই দায়িত্বেও আর থাকছেন না তিনি।
জানা গেছে, অনন্ত আরও দুই জন বোর্ড পরিচালক পদত্যাগ করতে পারেন চলমান পরিচালনা পর্ষদ থেকে।
সম্প্রতি দেশের এক ফ্রিল্যান্সার সাংবাদিকের প্রতিবেদনে দাবি করা হয়, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোখলেসুর রহমান শামীম। এমন খবর প্রকাশিত হওয়ার পর গতকাল (শুক্রবার) বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। তার আগে তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি দেওয়া হয় আরেক বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে।
এফএইচএম/