ফিক্সিংয়ের অভিযোগে পদত্যাগ করা পরিচালককে নিয়ে যা বলছে বিসিবি

সম্প্রতি দেশের এক ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে দাবি করা হয়, ফিক্সিংয়ের সঙ্গে জড়িত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম। এমন খবর প্রকাশিত হওয়ার পর বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ান। ইতোমধ্যে সেই অভিযোগ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছেন বিসিবির আরেক পরিচালক আমজাদ হোসেন।
এ বিষয়ে গতকাল (শনিবার) বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক আমজাদ বলেন, ‘একজন পরিচালকের (ফিক্সিংয়ের) কথা বলা হচ্ছে, আমাদের কাছে তথ্য এসেছে। এই ঘটনা পাবলিকলি আসার পর উনি উনার অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। আর উনি এক্ষেত্রে (ফিক্সিং তদন্তে) সর্বাত্মক সহযোগিতা করবেন। এটাতে ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। আর এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে অ্যালেক্স মার্শালকে। তিনি ইতোমধ্যে দায়িত্ব বুঝে নিয়েছে।’
এর আগে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শামীম তার ফেসবুকে লেখেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।’
‘বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয়—এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করবো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব’, আরও যোগ করেন বিসিবির এই পরিচালক।
পরে আরেক পরিচালক এম নাজমুল ইসলামকে নিয়ে আমজাদ বলেন, ‘নাজমুল ইসলামের কাছে যে জবাবদিহির বিষয় জানতে চাওয়া হয়েছিল, মানে বোর্ডের কারণ দর্শানোর নোটিশ, সেটা তিনি শৃঙ্খলা বিভাগের কাছে পাঠিয়েছেন। সেটা বিসিবির শৃঙ্খলা বিভাগ বোধহয় কোনো এক জায়গায় বিবৃতি দিয়েছিল যে তার (নাজমুল) উত্তর সন্তোষজনক ছিল।’
এসএইচ/এএইচএস