রোনালদোর রেকর্ডের রাতে জয় জুভেন্টাসের

বর্তমান চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নেমে চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না জুভেন্টাসের। ইতালিয়ান সিরি’আ লিগে রোববার (১০ জানুয়ারি) সাসুওলোর বিপক্ষে মাঠে নামার আগে ১৫ ম্যাচে মোটে ৮টি জয়ে পয়েন্ট টেবিলের সেরা চারের বাইরে ছিল তুরিনের অল্ড লেডিরা। তবে ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের রাতে সাসুওলোকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেরা চারে উঠে এসেছে জুভেন্টাস।
রোববার লিগের ১৬তম রাউন্ডে নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে সাসুওলোকে আতিথ্য দেয় জুভেন্টাস। এদিন ৪-৪-২ ফরমেশনে খেলতে নামে কোচ আন্দ্রেয় পিরলোর শিষ্যরা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে সাসুওলোর মিডফিল্ডার পেদ্রো ওবিয়াং বাজে ট্যাকেল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে দশজনের দলে পরিণত হয় সফরকারীরা।
দ্বিতীয়ার্ধের আক্রমণের ধার বাড়ায় দুই দলই। ৫০ মিনিটের মাথায় গোলের খাতা খোলে জুভেন্টাস। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে সাসুওলোকে সমতায় ফেরান গ্রেগোয়া ডুফেল।
১০ জনের দল নিয়ে এরপর অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেনি সাসুওলো। ৮২ মিনিটে দ্বিতীয় গোল হজম করতে হয় তাদের। এবার স্বাগতিক দলের নায়ক বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা রামসি। চলতি মৌসুমে এটি ছিল তার প্রথম গোল। জুভেন্টাসের হয়ে শেষটা রাঙিয়েছেন রোনালদো।
ম্যাচের যোগ করা সময়ে নিজেদের অর্ধ থেকে দানিলোর বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ ফরোয়ার্ড। এই গোলের কল্যাণে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। একই সাথে রেকর্ডে বইতে নাম লেখান রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে অস্ট্রিয়া ও চেকোস্লোভাকিয়ার সাবেক স্ট্রাইকার ইয়োসেপ বিকানের পাশে বসেছেন তিনি। দুজনেরই গোল সংখ্যা সমান ৭৫৯টি।
লিগে ১৬ ম্যাচে ৯ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে জুভেন্টাস। ১ ম্যাচ বেশি খেলা এসি মিলান ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। টেবিলের দুই নম্বরে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৩৭।
টিআইএস