টঙ্গীতে ফুটবল, ক্ষুব্ধ আর্চারি

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ স্টেডিয়াম শুধু আর্চারির জন্যই বরাদ্দ করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আর্চারি ফেডারেশন ভেন্যু পেয়ে খেলার উন্নতি ঘটিয়েছে অনেক। রোমান সানা টোকিও অলিম্পিকে ইতোমধ্যে নিশ্চিত করেছেন নিজের জায়গা। যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বিশেষ এক অর্জন।
টোকিও অলিম্পিকের জন্য টঙ্গীতে নিবিড় অনুশীলন করছেন আর্চাররা। ওই অনুশীলনে ব্যাঘাত ঘটতে যাচ্ছে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ভেন্যু হচ্ছে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম।
জাতীয় ক্রীড়া পরিষদ টঙ্গীকে প্রথমে বাফুফের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদন দেয়। পরবর্তীতে আর্চারি ও অলিম্পিক অ্যাসোসিয়েশন টঙ্গীকে শুধু আর্চারির জন্যই বরাদ্দ রাখার অনুরোধ জানায়। কারণ সামনে টোকিও অলিম্পিক। ফুটবল থাকলে আর্চারদের অনুশীলনে ব্যাঘাত ঘটতে পারে।
সেই বিবেচনা করে জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবলের বরাদ্দ বাতিল করে। কিন্তু দুই দিন পর আবার জাতীয় ক্রীড়া পরিষদ বিশেষ ক্ষমতাবলে টঙ্গী স্টেডিয়ামকে আর্চারির পাশাপাশি ফুটবলকেও এই মৌসুমে ব্যবহারের অনুমতি দেয়।
জাতীয় ক্রীড়া পরিষদের বারবার সিদ্ধান্ত পরিবর্তনে বেশ নাখোশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
‘জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সকল ফেডারেশনের দেখভালের দায়িত্বে আছে। পাশাপাশি দেশের সকল স্টেডিয়ামের মালিকও তারা। কোন ভেন্যু কাদের বরাদ্দ এটা তারা জানে। আমরা টঙ্গী ভেন্যু ব্যবহার করছি দুই বছর। এটা জেনেও বাফুফেকে তারা বরাদ্দ করল। আমরা জানার পর চিঠি দিলাম তখন বাতিল করল। এরপর আবার ফুটবলকে দিল। এটা হাস্যকর বিষয় হয়েছে।’
চপল বলেন।
টঙ্গী স্টেডিয়ামে ফুটবল হলে আর্চারির প্রস্তুতি ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখছেন চপল, ‘টঙ্গী স্টেডিয়াম ফুটবল উপযোগী স্টেডিয়াম নয়। ড্রেসিংরুম প্রস্তুত নয়, প্রেসবক্সসহ অনেক কিছুই ফুটবল উপযোগী নয়। এগুলো প্রস্তুত করার সময় আমাদের অনুশীলনে ব্যাঘাত ঘটবে।’
বারবার ইউটার্ন বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বলেন, ‘আমরা ফুটবল ও আর্চারি উভয় ডিসিপ্লিনের উন্নতি চাই। অলিম্পিক হওয়ার সম্ভাবনা কম। এজন্য আমরা বিশেষ বিবেচনায় ফুটবলকে দিয়েছি টঙ্গী স্টেডিয়াম। কারণ করোনার সময় বাইরে গিয়ে খেলা কষ্টসাধ্য। আর্চারির সঙ্গে সমন্বয় করেই ফুটবল সূচি করবে।’
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বিশেষ বৈঠকে টঙ্গীকে ফুটবলের ভেন্যু হিসেবে রাজি করিয়েছেন।
এজেড/এমএইচ