সোমবারই শিরোপা উৎসব কিংসের?

আগামীকাল (সোমবার) চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারালেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস। এই ম্যাচে জিতলে ২০ ম্যাচে তাদের পয়েন্ট হবে ৫৫ আর শেখ জামালের ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট থাকবে।
আগের সূচি অনুযায়ী ম্যাচটি ছিল আগামীকাল দুপুর দুইটায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাম্প্রতিক সময় তো নয়-ই প্রিমিয়ার লিগে এর আগে দুপুর দুইটায় ম্যাচ শুরুর রেকর্ড নেই। লিগের শীর্ষ দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচ দুপুর দুইটায় হওয়ায় দুই দল থেকেই সময় পেছানোর অনুরোধ ছিল। সেই অনুরোধের প্রেক্ষিতে আগামীকাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায়।
বসুন্ধরা কিংসের স্পেনিশ কোচ অস্কার ব্রুজন সোমবারই শিরোপা নিশ্চিত করতে চান, ‘আমরা এএফসি কাপে খেলতে যাব কয়েক দিন পর। এএফসি কাপে খেলতে যাওয়ার আগে লিগ ট্রফি নিশ্চিত হলে ফুটবলারদের মধ্যে বাড়তি উদ্দীপনা ও মানসিকভাবে কিছুটা এগিয়ে রাখবে।’
কাগজে-কলমে কিংস জামালের চেয়ে এগিয়ে। কিন্তু চলমান লিগে কোচ শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা দুর্দান্ত খেলেছে। প্রথম লেগে জামালকে হারাতে পারেনি কিংস। শেখ জামাল পুরো লিগে মাত্র একটি ম্যাচই হেরেছে। মানিকের দলকে হারানো যে সহজ হবে না সেটা অকপটে বললেন অস্কার, ‘তারা অত্যন্ত ভালো ও শক্তিশালী দল। আমাদের মতো তারাও মাত্র একটি ম্যাচ হেরেছে। বোঝাই যাচ্ছে কতটুকু সংগঠিত দল তারা। তবে তাদেরকে হারিয়ে জেতার সামর্থ্য আমাদের রয়েছে।’
শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিক বিষয়টি দেখছেন অন্যভাবে, ‘আমরা হারলেই বসুন্ধরা চ্যাম্পিয়ন হবে আমি বিষয়টি এভাবে দেখি না। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকার জন্য আমাদের পয়েন্ট দরকার। আমরা ম্যাচে পয়েন্ট সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব।’
শেখ জামাল কিংসের বিপক্ষে এক পয়েন্ট পেলে আবাহনীর চেয়ে এগিয়ে থাকবে দ্বিতীয় হওয়ার লড়াইয়ে। আগের লেগে দুই দলের লড়াইটি গোলশূন্য ড্র ছিল। ওই ম্যাচে রেফারিং ছিল বড় একটি বিষয়। শেখ জামালের গাম্বিয়ান ওমর জোবের গোল বাতিল করেছিলেন রেফারি। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল তখন। কালকের ম্যাচে রেফারিং একটা বিষয় হতে পারে।
এই লেগেও ড্র থাকলে খুব বেশি অপেক্ষা করতে হবে না অস্কার ব্রুজনের শিষ্যদের। সেক্ষেত্রে পরের ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত হবে। মালে যাওয়ার আগে ১২ আগস্ট কিংসের ম্যাচ রয়েছে আরামবাগের বিপক্ষে।
এজেড/এমএইচ