জাপানে নয়, অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রে!

করোনা মহামারির বদলে যাওয়া বিশ্বে পরিবর্তন হয়েছে অনেক কিছুই। ক্রীড়াঙ্গনেও এর প্রভাব পড়েছে ব্যাপক। সূচি বদলে গেছে প্রায় সব খেলার। বাদ যায়নি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকও।
২০২০ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩২তম অলিম্পিক। তবে করোনার কারণে সেটি এক বছর পিছিয়ে চলতি বছরের জুন-জুলাইয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক বছর পেছালেও এখনো এই টুর্নামেন্ট আয়োজন নিয়ে সংশয় কাটেনি।
সম্প্রতি জাপানে বেড়েছে করোনার প্রকোপ। যে কারণে দেশটির বেশির ভাগ মানুষই চান না তাদের দেশে অলিম্পিক আয়োজন হোক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) পাঠানো এক চিঠিতে জাপান আয়োজন না করতে চাইলে নিজেদের অলিম্পিক আয়োজন করার ইচ্ছার কথা জানিয়েছে যুক্তরাষ্টের ফ্লোরিডা।
শহরের চিফ ফাইনান্সিয়াল অফিসার জিমি প্যাট্রনিস আইওসির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘টোকিও অলিম্পিক আয়োজন করতে অক্ষম হলে, আমরা আয়োজন করতে চাই। সম্প্রতি বিভিন্ন মিডিয়া রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি, করোনার জাপান আবারও জরুরি অবস্থা জারি করছে এবং এই মহামারি নিয়ে তারা খুব দুশ্চিন্তাগ্রস্থ।’
যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক মুখপাত্র জানিয়েছেন অলিম্পিক আয়োজনে প্রস্তুত তারা, ‘যেভাবেই হোক আমরা পুরোপুরি প্রস্তুত আছি এবং আমার বিশ্বাস আয়োজক শহর টোকিও’ও প্রস্তুত। আমাদের আয়োজক পার্টনার জাপানের সঙ্গে আমরা এ নিয়ে পুরোপুরি মনযোগী এবং সর্বশক্তি ব্যায় করে চেষ্টা করছি, সময় মত অলিম্পিক আয়োজন করার।’
এমএইচ