ঢাকার বাইরেও হবে বাংলাদেশ গেমস

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসকে শুধু ঢাকা কেন্দ্রিক না করে জেলা পর্যায়ে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তাদের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে অনেক ফেডারেশন।
গতকাল সোমবারের মতো মঙ্গলবারও ভেন্যু নিয়ে বিওএ’তে সভা ছিল। সেই সভায় ঢাকার বাইরে কয়েকটি ডিসিপ্লিনের ভেন্যু অনেকটাই নিশ্চিত হয়েছে। ভলিবল নড়াইলে, ভারত্তোলন ময়মনসিংহে, টেনিস রাজশাহী, রাগবি রংপুর,কারাতে বান্দরবান, পুরুষ ক্রিকেট সিলেট, মহিলা ক্রিকেট কক্সবাজারে আয়োজন করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু নড়াইল জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ভলিবল ডিসিপ্লিন নড়াইলে হওয়া খুব।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনূর বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নামে বাংলাদেশ গেমস ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই। ফেডারেশনগুলো আমাদের অনেক সহায়তা করছে। ঢাকার বাইরে অনেক ভেন্যু হচ্ছে।’
আরচ্যারি ফেডারেশন টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বঙ্গবন্ধু গেমস আয়োজনের পরিকল্পনা করলেও ভলিবল, ভারত্তোলনের মতো তারাও এখন ঢাকার বাইরে করার কথা ভাবছে। আরচ্যারি ফেডারেশন সূত্রে জানা গেছে, টঙ্গীর পরিবর্তে আরচ্যারি এখন কুয়াকাটা অথবা বরিশালে হতে পারে।
সোম ও মঙ্গলবার সভায় ভেন্যু ও ডিসিপ্লিনগুলোর সময়সূচি নির্ধারণ হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ খুব দ্রুতই এটি চূড়ান্ত করবে।
উল্লেখ্য, বাংলাদেশ গেমস বাংলাদেশের অলিম্পিক হিসেবে খ্যাত। ১৯৭৮ সালে এই গেমসের যাত্রা শুরু হয়। সর্বশেষ ২০১৩ সালে এই আসর হয়েছিল।
সম্ভাব্য ভেন্যু ও সময় সূচি
| ডিসিপ্লিন | ভেন্যু | সময় |
| আরচ্যারি | টঙ্গী/বরিশাল/পটুয়াখালী | ১-৭ এপ্রিল |
| অ্যাথলেটিক্স | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ২-৫ এপ্রিল |
| ব্যাডমিন্টন | শহীদ তাজউদ্দিন স্টেডিয়াম | ৫-৯ এপ্রিল |
| বাস্কেটবল | ধানমন্ডি জিমনিশিয়াম/বিকেএসপি | ২-৮ এপ্রিল |
| শরীর গঠন | জাতীয় ক্রীড়া পরিষদ জিমনিশিয়াম | ২-৪ এপ্রিল |
| বক্সিং | মুহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম | ৫-৯ এপ্রিল |
| দাবা | ইঞ্জিনিয়ার্স ইন্সটিউটিশন | ২-৭ এপ্রিল |
| ক্রিকেট | সিলেট (পুরুষ),কক্সবাজার(মহিলা) | ১-১০ এপ্রিল |
| সাইক্লিং | হাতিরঝিল (রোড), বিকেএসপি (ট্র্যাক) | ২-৫ এপ্রিল |
| ফেন্সিং | শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়াম | ২-৫ এপ্রিল |
| ফুটবল | বঙ্গবন্ধু স্টেডিয়াম ও কমলাপুর স্টেডিয়াম |
২৭ মার্চ-এপ্রিল |
| গলফ | কুর্মিটোলা গলফ ক্লাব |
৬-৯ এপ্রিল |
| জিমনিস্ট্যাক্সি | জাতীয় ক্রীড়া পরিষদ জিমনিশিয়াম |
২-৪ এপ্রিল |
| হ্যান্ডবল | শহীদ ক্যাপ্টেন (অব.)মনসুর আলী স্টেডিয়াম |
২৭ মার্চ-৫ এপ্রিল |
| হকি | মওলানা ভাসানী হকি স্টেডিয়াম |
২৭ মার্চ-৯ এপ্রিল |
| জুডো | শহীদ সোহরওয়ার্দী স্টেডিয়াম |
৭-৯ এপ্রিল |
| কাবাডি | পল্টন কাবাডি স্টেডিয়াম |
২-৯ এপ্রিল |
| কারাতে | বান্দরবান |
৫-৮ এপ্রিল |
| খো খো | ভলিবল স্টেডিয়াম, পল্টন |
২-৫ এপ্রিল |
| ভারত্তোলন | ময়মনসিংহ |
৫-৯ এপ্রিল |
| কুস্তি | শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স |
২-৪ এপ্রিল |
| উশু | বিকেএসপি |
৬-১০ এপ্রিল |
এজেড/এমএইচ