সাকিব-তামিমদের কাছে শিখছেন রাব্বি

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আছেন ইয়াসির আলী রাব্বি। তবে এখনো সুযোগ মেলেনি লাল-সবুজের জার্সি গায়ে চাপানোর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে আছেন রাব্বি। সে সুবাদে অনুশীলন করছেন জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে। সেখানেই সাকিব আল হাসান, তামিম ইকবালদের দেখে শেখার চেষ্টা করছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটে বেশ নামডাক আছে রাব্বির। ২০১৯ সাল থেকে জাতীয় দলের স্কোয়াডে বেশ কয়েকবার ডাক পেয়েছেন। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের। এখনো বাংলাদেশ দলের অভিষেক ক্যাপ মাথায় তুলতে পারেননি তিনি। তবে এবার সুযোগ আছে রাব্বির, ধারণা করা হচ্ছে উইন্ডিজের বিপক্ষে নিজ শহর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেন তিনি। এজন্য সাগরিকার পাড়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দলের সঙ্গে অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় রাব্বি জানান, সাকিব-তামিমদের মতো পারফর্মারদের সঙ্গে অনুশীলন করায় অনেক কিছু শিখছেন তিনি। রাব্বি বলেন, ‘সত্যি বলতে যেহেতু তামিম ভাই, সাকিব ভাই এনাদেরকে ছোট থেকে দেখেই বড় হয়েছি ক্রিকেটে। আসলেই আমি রোমাঞ্চিত যেটা আমি বলতে পারব না ভাষায় প্রকাশ করতে পারব না।’
জাতীয় দলে এখনো সুযোগ না পেলেও ভবিষ্যতে চোখ রাব্বির। সাকিব, তামিম, মুশফিকদের মতো নিজের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে চান তিনি। আধুনিক যুগের বদলে যাওয়া ক্রিকেট নিয়েও ভাবনা আছে এই ডানহাতি ব্যাটসম্যানের। এজন্য দলের সিনিয়রদের দেখে শিখছেন রাব্বি।
সেই ভিডিও বার্তায় রাব্বি জানালেন, ‘এখানে আলাদা করে কিছু বলার নেই। কারণ আমি যতই দেখি সিনিয়র ভাইদেরকে, ততই অবাক হই। এই স্টেজে এসেও উনারা যে কঠোর পরিশ্রম করেন, সাকিব ভাই, তামিম ভাই। মুশফিক ভাইয়ের কথা তো আমরা সবাই জানি, কিন্তু বিশেষ করে তামিম ভাই, সাকিব ভাই যেভাবে নিজেদেরকে মেইন্টেন করে।’
চট্টগ্রামের এই ক্রিকেটার আরও যোগ করেন, ‘এখন তাদের সঙ্গে আমি সবসময় কথা বলি ওই সব বিষয় নিয়ে যে, কিভাবে আপনারা নিজেদেরকে মেইন্টেন করেন। এখন আসলে যে যুগ, যে প্রতিযোগিতা, তো নিজেকে ওরকমভাবে মেইন্টেন না করলে খেলাটা খুব কঠিন হয়ে যায়। সবাইকে দেখেই সবার কাছে থেকে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করছি।’
টিআইএস/এমএইচ