টেস্টে সিরিজ জয়ে চোখ উইন্ডিজের

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে টেস্টে টাইগারদের জোর দিয়ে ফেভারিট বলার উপায় নেই। পূর্ণ শক্তির দল না পেলেও দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বেশ আটঘাট বেঁধে এসেছে কারিবীয়রা। ওয়ানডে সিরিজ হার নিয়ে ভাবনা নেই টেস্ট দলের। পাঁচ দিনের ফরম্যাটের সিরিজ জিততে চায় ক্যারিবীয়রা।
করোনার দোহাই দিয়ে বাংলাদেশ সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন ক্যারিবীয় মূল দলের ১০ জন ক্রিকেটার। দুজন আসেননি ব্যক্তিগত কারণ দেখিয়ে। তুলনামূলক দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে উইন্ডিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অভিষিক্ত হয়েছেন ৯ জন ক্রিকেটার। তবে টেস্টের চিত্র একেবারেই ভিন্ন। লাল বলের জন্য শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, রাহকিম কর্নওয়ালরা সেরা প্রস্তুতি নিয়ে রেখেছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের জন্যই মাঠে নামবে সফরকারীরা, সিরিজ শুরুর আগে জানিয়ে রাখলেন কর্নওয়াল। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবার আগে একটি জয় পেতে হবে। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে, সেটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো হবে। আমি আশা করছি, আমরা আমাদের ভক্তদের ভালো ক্রিকেট উপহার দেবো।’
গত ১০ জানুয়ারি বাংলাদেশে এসেছে ক্যারিবীয় দল। একই সঙ্গে এসেছেন টেস্ট দলের সদস্যরা। আগামী তিন ফেব্রুয়ারি প্রথম টেস্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো যথেষ্ট সময় পেয়েছেন কর্নওয়ালরা। এটিকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন এই অফস্পিনার।
কর্নওয়াল বলেন, ‘এটি (বাংলাদেশে বেশি সময় ধরে থাকাটা) সাহায্য করছে। আপনাকে এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা কঠিন। কন্ডিশন বোঝার জন্য যত বেশি সময় পাওয়া যায় তত ভালো।’
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘খুব বেশি না, এখানে বল একটু বেশি স্পিন করে। ক্যারিবিয়ানের চেয়ে এখানে একটু বেশি শুষ্ক। আমাদের এটির সাথে মানিয়ে নিতে হবে এবং আমাদের সক্ষমতার সেরাটা দিতে হবে।’
টিআইএস/এমএইচ