হঠাৎ হাসপাতালে এনায়েত

দীর্ঘ ২৭ বছর পর গত সপ্তাহে দেশে এসেছেন বাংলাদেশের অন্যতম কিংবদন্তী ফুটবলার এনায়েতুর রহমান খান। রাজধানীর ঢাকা ক্লাবে তিনি থাকছিলেন। হঠাৎ অসুস্থ বোধ করায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি আছেন।
সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার এনায়েতের সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেন, ‘এনায়েত ভাই এখন অনেকটা সুস্থ। কেবিনে স্থানান্তরিত হবেন শিগগিরই।’
এনায়েত ঢাকায় আসার পর থেকে সার্বক্ষণিক খোঁজ রাখাদের মধ্যে অন্যতম আবাহনীর সমর্থক গোষ্ঠীর সহ-সভাপতি আসাদুজ্জামান বাদশা। তিনি জানান, ‘এনায়েত ভাইয়ের ঠাণ্ডা ও ফুসফুসে সমস্যা হচ্ছিল। তিনি ঢাকা ক্লাবে থাকতেন। তাই নিকটবর্তী বারডেম হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করছেন।’
এনায়েতের স্ত্রী ২৮ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা। নব্বইয়ের দশকে এনায়েত আমেরিকা যান। আমেরিকায় কয়েক বছর থাকার পর কানাডায় থিতু হন সত্তর দেশের তারকা ফুটবলার।
এনায়েতুর রহমান ঢাকায় সাত দিনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বসুন্ধরা কিংস ক্লাব পরির্দশন করেন। এনায়েতের অনেক সতীর্থ সময় সুযোগ করে ঢাকা ক্লাবে যেতেন। ঢাকায় এসে ভালোই সময় কাটছিল এনায়েতের। হঠাৎ এই অসুস্থতা খানিকটা উদ্বেগের সৃষ্টি করেছে ফুটবলাঙ্গনে। এই অসুস্থতার জন্য এনায়েতের আগামী কয়েকদিনের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এজেড/এমএইচ