‘এমবাপের চেয়ে ভালো’ দেম্বেলেকে নিয়ে এখন উল্টো সুর জাভির

দুই পক্ষের হুমকিতে পুরো শীতকালীন দলবদলের মৌসুম। বার্সেলোনা বলছিল, নতুন চুক্তি না করলে মৌসুমের বাকি সময় বেঞ্চে বসেই কাটাতে হবে ওসমান দেম্বেলেকে। কয়েক মাস আগে ক্লাব সভাপতি যাকে ‘এমবাপের চেয়ে ভালো’ বলেছিলেন, তাকে বাদও দেওয়া হয়েছিল স্কোয়াড থেকে। দেম্বেলেও নিজের অবস্থানে ছিলেন পরিষ্কার, কাঙ্ক্ষিত বেতন না দিলে চুক্তি নবায়ন করবেন না।
দরকার হলে বেতন গুণবেন বসে বসে, দিয়েছিলেন এমন হুমকিও। এরপর এক পর্যায়ে শোনা যাচ্ছিল, দেম্বেলেকে জানুয়ারিতেই বিদায় করবে বার্সা। শেষ পর্যন্ত আর সেটা হয়নি। দেম্বেলেকে খেলাবেন না বলে আগে জানিয়েছিলেন জাভি। এখন তাকে নিয়ে সুর বদলে ফেলেছেন কাতালান ক্লাবটির কোচ।
তিনি বলেছেন, ‘আমরা দেম্বেলের ব্যাপারে কোনো সমাধান পাইনি। এক মাস আগে পরিস্থিতি একরকম ছিল, এখন অন্যরকম। সে ক্লাবের অংশ, স্কোয়াডেরও। তার চুক্তি এখনও আছে। আমরা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছি, তাকে ক্লাবের অংশ হিসেবে স্কোয়াডে নিয়েছি। আমরা নিজেদের পায়ে গুলি চালাতে পারি না।’
দেম্বেলেকে খেলানোটা ক্লাবের সিদ্ধান্ত বলেও জানিয়েছেন জাভি, ‘আমাদের তাকে ব্যবহার করতে হবে। সে আমাদের সাহায্য করতে পারে। দেম্বেলে খুব ভালো পেশাদার। এটা ক্লাবের সিদ্ধান্ত আর আমি তাকে ব্যবহার করব যখন সুবিধাজনক মনে করব।’
ভক্তদের আবেগ বুঝতে পারলেও দেম্বেলেকে দরকার বলে জানিয়েছেন জাভি, ‘আমরা সম্ভাব্য সব সমাধানের দিকেই দেখেছি। আমি সবার অবস্থাটা বুঝতে পারছি। যেসব ভক্তরা দেম্বেলের আচরণে কষ্ট পেয়েছেন, তাদেরটাও। আমাদের স্বার্থপর হয়ে নিজেদের কথা ভাবতে হবে। ক্লাবের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে সেটা দেখতে হবে।’
‘আমরা দেম্বেলেকে রিনিউ করাতে পারলেই খুশি হতাম। আমি বুঝতে পারছি ভক্তরা তার আচরণে কষ্ট পেয়েছে। কিন্তু আমাদের দলের ব্যাপারে ভাবতে হতো। আমি জানি অনেক রাগান্বিত ও দুঃখ পাওয়া মানুষ আছে। সে পেশাদার, স্কোয়াডের বাকিদের মতোই সে একজন সদস্য।’
এমএইচ