মাঠে চ্যাম্পিয়ন, এইচএসসি পরীক্ষাতেও সফল

বাংলাদেশের ফুটবলে প্রতিচ্ছবি এখন নারী ফুটবলাররা। আন্তর্জাতিক অঙ্গনে নানা পর্যায়ে সাফল্য এনে দিচ্ছেন তারা। সেই নারী ফুটবলাররা অধিকাংশই অনূর্ধ্ব পর্যায়ে। বেশিরভাগই কলেজ পড়ুয়া, কয়েকজন অবশ্য স্নাতক পর্যায়ে পড়ছেন।
এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন দুই জন। নিলুফা ইয়াসমীন নীলা ও মার্জিয়া আক্তার। দুই জনই পরীক্ষায় পাস করেছেন। বিশেষ করে নীলা অসাধারণ ফলাফল করেছেন। বাণিজ্য বিভাগ থেকে তিনি ৪.৭৫ পয়েন্ট পেয়েছেন। আর মার্জিয়ার পয়েন্ট ৩.২৫। মাঠের খেলা শিরোপা জেতার পাশাপাশি পরীক্ষার টেবিলেও তারা দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন।
নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের নারী ফুটবল দলে পাশের হার শতভাগ। এজন্য খুব আনন্দিত। দুই জনই খেলার পাশাপাশি পড়াশোনাও করেছে। নীলা কুস্টিয়া থেকে ও মার্জিয়া কলসিন্দুর থেকে পরীক্ষা দিয়েছে। আগামী বছর আরো কয়েকজন এইচএসসি পরীক্ষা দেবে।’
পরীক্ষার ফলাফলের এমন সুখবরের দিনেও বিশ্রাম নেই তাদের। আজ রোববার সকালে অনুশীলনের পর বিকেলে জিম করেছেন তারা। সতীর্থদের সঙ্গে আনন্দ ভাগাভাগিতেই যেন সন্তুষ্টি তাদের।
এজেড/এটি/এনইউ