ভেন্যু দিয়ে বিশ্বে দৃষ্টি আর্কষণের চেষ্টা কিংসের

নতুন বাজার প্রধান সড়ক থেকে প্রায় আট কিলোমিটার দূরে নির্মাণরত বসুন্ধরা কিংস এরেনায় গেলে পাওয়া যাবে আন্তর্জাতিক মানের ক্লাব স্টেডিয়ামের স্বাদ। সুদৃশ্য ফুটবল স্টেডিয়াম। যদিও স্টেডিয়ামের শতভাগ পূর্ণতা পেতে আরও কিছুদিন সময় লাগবে। প্রিমিয়ার ফুটবল লিগের চতুর্থ রাউন্ডের খেলা দিয়েই আগামীকাল উদ্বোধন হবে নতুন এই ভেন্যুর। শুরু হবে বসুন্ধরা কিংস এরেনার যাত্রাও।
বেলা তিনটায় স্বাগতিক বসুন্ধরার মুখোমুখি হবে পুলিশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। সিলেট স্টেডিয়ামে বিকাল সাড়ে পাঁচটায় দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে শেখ জামাল ও রহমতগঞ্জ।
চারিদিকে ধুলায় ধূসর। এখানে-সেখানে কাজ হচ্ছে। বলতে গেলে মহাযজ্ঞই চলছে। কংক্রিটের গ্যালারি। নয়নাভিরাম মাঠ। হোম অ্যান্ড অ্যাওয়ে দলগুলোর জন্য সুন্দর দু’টি ডাগআউট। স্টেডিয়ামে ভেতরে আর্সেনাল, বার্সেলোনার মতো দলগুলোর ড্রেসিং রুম। ম্যানেজারদের জন্যও তৈরী করা হয়েছে আলাদা কক্ষ।
কেবল ফুটবল স্টেডিয়ামই নয়, কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে তৈরী করা হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা (স্পোর্টস কমপ্লেক্স)। যেখানে ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি, শুটিং, ভলিবল, হ্যান্ডবল, টেনিস, স্কোয়াশ, সুইমিং পুলসহ অনেক খেলার সুবিধা থাকছে এখানে। রয়েছে ওয়ার্টার পার্ক, কিডস জোনও। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা ফিফা ও এএফসির গাইডলাইন অনুযায়ী এই ফুটবল স্টেডিয়াম তৈরী করেছি। কয়েকদিনের মধ্যেই মাঠে আড়াই হাজার লাক্স বাল্বের ফ্লাড লাইটও যুক্ত হবে এখানে। আশাকরি দক্ষিণ এশিয়াতো বটেই, এশিয়ার অনেক ক্লাবেরই এমন স্টেডিয়াম নেই। আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরী করছে বসুন্ধরা। ২০২৪ সালের জুন মাসে কমপ্লেক্সের কাজ পুরোটা শেষ হবে এবং উন্মুক্ত করা হবে বসুন্ধরা কিংস এরেনা।’
বসুন্ধরা কিংসের মেয়েরা সম্প্রতি বেশ কিছু সাফল্য বয়ে আনায় তাদের জন্য কমপ্লেক্সের আয়তন বাড়ানো হয়। ৫০ বিঘায় মেয়েদের দলের জন্য একটি স্টেডিয়াম থাকবে এবং বসুন্ধরা কিংসের প্লেয়ারদের থাকার জন্য এবং একটা একাডেমির করা হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক ও বসুন্ধরা কিংস ফুটবল মাঠের কারিগর মো. ইয়াহিয়া বলেন, ‘গত দুই বছর ধরে খুব যত্নসহকারে এই মাঠ তৈরী করা হয়েছে। যে কোন আন্তর্জাতিক ম্যাচ এখন এই মাঠে হতে পারে।’
বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের বিশ্বাস, ‘এই কমপ্লেক্সের মাধ্যমে বিশ্বের দরবারে দেশের পরিচিতি আরও বাড়বে।’
আগামীকালের খেলা
প্রিমিয়ার ফুটবল লিগ
বসুন্ধরা কিংস ও পুলিশ
(বসুন্ধরা কিংস এরেনা, বেলা ৩টা)
সরাসরি, টি স্পোর্টস
শেখ জামাল ও রহমতগঞ্জ
(সিলেট স্টেডিয়াম, বিকাল ৫টা ৩০)
এজেড/এনইউ