ইংল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল ভারত

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:৩৫ পিএম


ইংল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজে ফিরল ভারত

মাথা নিচু করে ফিরছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। উচ্ছ্বাসে ভাসছেন অক্ষর প্যাটেল। এ যেন পুরো চেন্নাই টেস্টেরই সামগ্রিক দৃশ্য! ছবি: ইএসপিএন ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর
ভারত ৩২৯ ও ২৮৬
ইংল্যান্ড ১৩৪ ও ১৬৪ (মইন ৪৩, অক্ষর ৫-৬০)

প্রেক্ষাপট মিলে যাচ্ছে। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টেও দুমড়ে মুচড়ে গিয়েছিল ভারত। সেই সিরিজে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে শেষমেশ জয়ীর বেশেই ঘরে ফিরেছিল সফরকারীরা। সে স্মৃতি ভারতের মাটিতেও ফেরাচ্ছে দলটি। চেন্নাইয়ে টেস্টে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পনের পর দ্বিতীয় টেস্টেই কোহলিরা সিরিজে ফিরেছেন দোর্দণ্ড প্রতাপে। 

হারটা চোখ রাঙানি দিচ্ছিল তৃতীয় দিনের শেষেই। তিন উইকেট হারিয়ে ৫৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা ইংলিশরা দিনের প্রথম উইকেটটা হারায় ৬৬ রানে। রবিচন্দ্রন অশ্বিনের বলে একটু আগেই বেরিয়ে এসেছিলেন ড্যান লরেন্স। অশ্বিনের অফ ব্রেকে ধোঁকা খাওয়ার ঋষভ পান্তের দারুণ স্ট্যাম্পিংয়ের শিকার হন ইংলিশ ব্যাটসম্যান। 

মধ্যাহ্ন বিরতির আগে আরও তিন উইকেটের পতন পরাজয় অনেকটা নিশ্চিতই করে দেয় দলটির। বেন ফোকস, অলি পোপ আর বেন ফোকস শিকার হন অশ্বিন, অক্ষর প্যাটেল আর কুলদ্বীপ যাদবের। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময়েই পরাজয় অনেকটা নিশ্চিত ছিল দলটির। এরপর ভারতের অপেক্ষা ছিল জয়ের আনুষ্ঠানিকতা সারার।

রুট কিছুটা প্রতিরোধের আভাসই দিচ্ছিলেন। তবে শেষমেশ তাকেও পড়তে হয় অক্ষরের ফাঁদে। ১১৭ রানে আট উইকেট হারিয়ে ইংলিশরা তখন ধুঁকছে। এরপর মইন আলির ১৮ বলে ঝড়ো ৪৩-এ ব্যবধান কিছুটা কমেছে কেবল। দলীয় ১৬৪ রানে সে ঝড়ও শেষ হয়। কুলদ্বীপ যাদবের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন তিনি। মাঝে অলি স্টোনসকে ফিরিয়ে নবম ভারতীয় বোলার হিসেবে অভিষেকেই পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন অক্ষর। মইনের উইকেট দিয়েই শেষ হয় ইংলিশ ইনিংসের। ভারত তুলে নেয় ৩১৭ রানের বিশাল এক জয়। সমতা ফেরে সিরিজেও।

এনইউ

Link copied