চোট নিয়েও কেন এশিয়া কাপের দলে সোহান?

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৩ আগস্ট ২০২২, ০৭:৩১ পিএম


চোট নিয়েও কেন এশিয়া কাপের দলে সোহান?

অনেক জল্পনা-কল্পনার পর এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। শনিবার (১৩ আগস্ট) সাকিব আল হাসানকে অধিনায়ক করে দলে সুযোগ পাওয়া ১৭ সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। চোটের জন্য এশিয়া কাপের দলে নেই লিটন দাস, শরিফুল ইসলামরা; তবে চোটে থাকার পরও দলে রয়েছেন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান।

স্বাভাবিকভাবেই দল ঘোষণার পর সোহানের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিবি সূত্রে জানা গেছে, সোহানকে নিয়ে হয়েছে টিম ম্যানেজমেন্টের বিশেষ আলোচনা। ম্যানেজমেন্টের একটি অংশ চেয়েছিল সোহানকে দলের সঙ্গী করতে। কারণ, দল ফাইনালে উঠলে শেষ ২-৩ ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন এই উইকেটরক্ষক। তবে নির্বাচকরা ১৫ সদস্যের দলে সেই ঝুঁকি নিতে নারাজ ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য তাকে রেখেই দল দেওয়া হয়েছে।

আরও পড়ুন >> এশিয়া কাপে ১৭ সদস্যের দল, ফিরলেন সাব্বির

এশিয়া কাপের দলে সোহানের অন্তর্ভুক্তি প্রসঙ্গে নান্নু বললেন, ‘২১ তারিখে সোহানের হাতের অস্ত্রোপচারের পিন খোলার কথা। আশা করছি ২১ তারিখের পর ইতিবাচক কোনো খবর পাব। যদি খেলতে পারে স্কোয়াডে যুক্ত হবে।’

জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় হাতের চোটে পড়েন সোহান। তখন সিরিজের শেষ ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। ধারণা করা হচ্ছিল, লিটন-শরিফুলদের মতো চোট নিয়ে এশিয়া কাপ মিস হচ্ছে তারও। তবে শেষ মুহূর্তের চমকে এশিয়া কাপের বহরে যুক্ত হলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এইচএমএ/টিআইএস

Link copied