হাথুরুর সহকারী হতে আবেদন করেছেন ১০জন

Dhaka Post Desk

ক্রীড়া প্রতিবেদক

১৮ মার্চ ২০২৩, ১০:২৭ পিএম


হাথুরুর সহকারী হতে আবেদন করেছেন ১০জন

ছবি: সংগৃহীত

চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হয়ে বাংলাদেশে আসার পরই তার সহকারী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। যার আবেদনের শেষ সময় ছিল, চলতি মাসের ১ তারিখ পর্যন্ত। অবশ্য এর মধ্যে এই পদের জন্য আবেদন করেছেন দশ জন। যেখানে দেশিদের মধ্যে আছেন কেবল একজন। 

সেই একজন হলেন বিসিবির গেম ডেভেলাপমেন্ট বিভাগের কোচ মিজানুর রহমান বাবুল। ইতোমধ্যে তার সাক্ষাৎকার নিয়েছে কোচ নিয়োগ কমিটি। যেখানে বিসিবি পরিচালক জালাল ইউনুস, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন।

দশ জন থেকে ছয় জনের শর্ট লিস্ট করে সেখান থেকে চারজনের সাক্ষাতকার নিয়েছে বিসিবি। এছাড়া বাকি দুজনের সাক্ষাতকার চলতি মাসের ২৩ তারিখে হবে বলে জানিয়েছে বিসিবি। এরপর সহকারী কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।

যোগ্য প্রার্থীকেই বাছাই শেষে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বস্ত করে জালাল ইউনুস বলেন, ‘যারা আছে তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেব। খুব দ্রুতই নেওয়া হবে।’

এসএইচ/এইচজেএস

Link copied