স্টোকসকে ফিট বানিয়েছে ভারত!

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০২ জুন ২০২৩, ০৯:২২ এএম


স্টোকসকে ফিট বানিয়েছে ভারত!

ছবি: সংগৃহীত

সপ্তাহখানেক হলো চোট সেরে উঠেছেন বেন স্টোকস। ভারতে আইপিএল চলাকালেই চেন্নাই সুপার কিংসের মেডিক্যাল টিমের সহায়তায় ইনজুরি কাটিয়ে ওঠেন তিনি। এবার ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক মনোনিবেশ করছেন ১৬ জুন শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে।

 

 

পুরোনো হাঁটুর চোট নিয়ে ভুগছিলেন স্টোকস। আইপিএলের আগে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ভারতে গিয়েছিলেন তারকা এই অলরাউন্ডার। নিলাম থেকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নেয়ায় স্টোকসের উপর চেন্নাইয়ের প্রত্যাশা ছিল অনেক বেশি।

দুটি ম্যাচে সুযোগ পেলেও সেটা পূরণ করতে পারেননি আইপিএলের সবশেষ নিলামে চতুর্থ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলা দুটি ম্যাচে করেছিলেন যথাক্রমে ৭ ও ৮ রান। লক্ষ্ণৌর বিপক্ষে বোলিং করা একমাত্র ওভারে দিয়েছিলেন ১৮ রান।

পায়ের আঙুলে ব্যথা পাওয়ায় দুই ম্যাচ পরই ছিটকে যেতে হয় তাকে। এরপরই স্টোকসকে চোটমুক্ত করতে নেমে পড়ে চেন্নাইয়ের মেডিক্যাল টিম। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেডিক্যাল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে তারা।

স্টোকস বলেন, 'চেন্নাইয়ের চিকিৎসক দলের সঙ্গে আমি কঠোর পরিশ্রম করেছি, তারা ইসিবির চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। নিজেকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যে, মনে হচ্ছে আমার শরীর ও ফিটনেসের ক্ষেত্রে ২০১৯, ২০২০ সালের সেরা অবস্থায় ফিরে এসেছি৷ অবশ্যই নিজেকে সেরা সুযোগ দিয়েছি, যদিও মন ও শরীর আলাদা ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমি নিজেকে সেরা সুযোগ দিয়েছি।'

'আইপিএলের জন্য ভারতে থাকার সময়ে আমি যা করেছি তা হলো নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে আসা যেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে না হয় এবং আফসোস করে বলতে না হয় যে, এই গ্রীষ্মে বল হাতে পুরোপুরি ভূমিকা পালন করার জন্য নিজেকে সেরা সুযোগ দেইনি।'

এইচজেএস 

Link copied