যে বিদেশি ক্রিকেটারের ওপর নজর আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির

আইপিএলের মিনি নিলামের পরিকল্পনায় ব্যস্ত ১০টি ফ্র্যাঞ্চাইজি। আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হবে নিলাম। মিনি নিলাম হওয়ায় এখানে খুব বেশি ক্রিকেটার থাকছে না। ফলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের ওপর নজর থাকবে একাধিক ফ্র্যাঞ্চাইজির।
অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিতে চায় কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলের বিকল্প হিসেবে কেকেআর কর্তৃপক্ষের নজরে রয়েছেন এই অলরাউন্ডার। চেন্নাই কর্তৃপক্ষেরও নজর আছে তার দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে চেন্নাই কর্তৃপক্ষ। তাতেই রয়েছে ইঙ্গিত।
ভিডিওতে দেখা যাচ্ছে, সিএসকের ম্যাসকট লিয়ো বাজার করতে বেরিয়েছে। প্রথমে কাশ্মীরি আপেল কেনে। তার পর তামিলনাড়ুর জনপ্রিয় মুখরোচক একটি খাবার কেনে। তার পর সে কিউই ফল কেনে। তা থেকে ধারণা করা হচ্ছে, তামিলনাড়ু এবং জম্মু-কাশ্মীরের দুই ক্রিকেটারের পাশাপাশি নিউ জিল্যান্ডের কোনো ক্রিকেটারকে দলে নিতে চাইছে সিএসকে কর্তৃপক্ষ।
যে দোকানে সবুজ শাক-সবজি এবং কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল, সেই দোকানের দিকে ফিরেও তাকায়নি লিয়ো। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, এর থেকে চেন্নাই কর্তৃপক্ষ বোঝাতে চেয়েছেন গ্রিনকে দলে নিতে তারা আগ্রহী নন। কিন্তু এখানেই লুকিয়ে থাকতে পারে আসল রহস্য। গ্রিনকে নিয়ে উদাসীনতা দেখালেও তাদের আসল লক্ষ্য হয়তো অজি অলরাউন্ডারই। হয়তোবা অন্য দলগুলোকে এভাবে বিভ্রান্ত করতে চেয়েছেন তারা।
৪৩ কোটি ৪০ লাখ টাকা নিয়ে নিলামে যাবে চেন্নাই কর্তৃপক্ষ। কলকাতার হাতে রয়েছে ৬৪ কোটি ৩০ লাখ টাকা। কেকেআরের পর সবচেয়ে বেশি টাকা থাকবে সিএসকে কর্তৃপক্ষের হাতে। দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে মরিয়া তারা।
এইচজেএস