কম পরিচিত যেসব বিদেশি তারকা চমক দেখাতে পারেন নিলামে

আবারও ভারতের বাইরে বসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নিলাম। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে ২০২৬ আসরের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে ১০টি ফ্র্যাঞ্চাইজি সবমিলিয়ে ৭৭ ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে, এর মধ্যে বিদেশি ক্রিকেটারের ৩১টি স্লট ফাঁকা। এরই জল্পনা শুরু হয়েছে এবারের নিলামে কারা নজর কাড়তে পারেন। সেই তালিকায় আছেন স্বল্প পরিচিত বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার।
সেদিকউল্লাহ অটল (আফগানিস্তান)
মিনি নিলামে আফগানিস্তানের তরুণ এই ওপেনারের ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। গত বছরের ইমার্জিং এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সে তিনি নজর কেড়েছিলেন। ১৪৭.৭৯ স্ট্রাইকরেটে করেছিলেন ৩৬৮ রান। অথচ ওই আসরে আর কোনো ব্যাটারই ২০০ রানের গণ্ডি পেরোতে পারেননি। চলতি বছরের এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন সেদিকউল্লাহ। যেখানে ১৪১.৫৬ স্ট্রাইকরেট ও ৩১.৭৮ গড়ে তিনি ১০৪৯ রান করেছেন। ইতোমধ্যে আইপিএলে অভিষেক হয়েছে সেদিকউল্লাহ’র। তবে ২৪ বছর বয়সী এই ব্যাটার এক ম্যাচের বেশি খেলতে পারেননি। পরে আইএল টি-টোয়েন্টিতে দিল্লি ফ্র্যাঞ্চাইজির দল দুবাই ক্যাপিটালসও তাকে দলে নেয়।
টিম রবিনসন (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডের ২৩ বছর বয়সী এই ব্যাটারের ভিত্তিমূল্যও ৭৫ লাখ রুপি। গত অক্টোবরে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৬৬ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। ম্যাচটিতে বিপর্যস্ত কিউইদের হয়ে রাচিন রবীন্দ্রকে সঙ্গে তিনি প্রতিরোধ গড়ে তোলেন টিম রবিনসন। হয়ে ওঠেন নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বকনিষ্ঠ পুরুষ সেঞ্চুরিয়ান। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ৬৪ বলে ১৩৯ এবং ৫৬ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলারও নজির আছে রবিনসনের। জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত ২৩ টি-টোয়েন্টিতে ১৩৮.৮১ স্ট্রাইকরেট ও ৩১.৭৬ গড়ে ৫৪০ রান করেছেন।
জ্যাক ফকস (নিউজিল্যান্ড)
অল্প সময়ের ব্যবধানে পেস বিভাগে তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটার অভিষেক করিয়েছে নিউজিল্যান্ড। তাদেরই একজন জ্যাকারি ফকস। দেশটির ঘরোয়া লিগ সুপার স্ম্যাশের ২০২২-২৩ মৌসুমে ৭.৩৬ ইকোনমিতে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে তিনি নজর কাড়েন। পরের মৌসুমে ১৪ উইকেটের পাশাপাশি ব্যাটিং করেন ১৫০ স্ট্রাইকরেটে। যা তাকে ২০২৪ সালে কিউই জাতীয় দলে আন্তর্জাতিক অভিষেকের দুয়ার খুলে দেয়। যেখানে ফকস এখন পর্যন্ত ১৭ টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৮ উইকেট। কাইল জেমিসন, উইল রু’রুর্কদের পাশাপাশি তরুণ এই পেসারও আইপিএলের নিলামে চমক দেখাতে পারেন।
ত্রিস্তান লুস (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইনের অনুসরণ করেন ত্রিস্তান লুস। ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ (৫ ম্যাচে ৭ উইকেট) দিয়ে তিনি নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি এমআই কেপটাউন এবং এমআই নিউইয়র্কের হয়ে খেলেছেন। এসএ২০-তে নিলামের অগ্রভাগে থাকা লুস আইপিএলেও তেমন কিছুর নজির দেখালে অবাক হওয়ার থাকবে না। যেখানে তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। ২০ বছর বয়সী এই পেসারের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
আরব গুল (আফগানিস্তান)
আগে থেকেই স্পিন-সমৃদ্ধ আফগানিস্তান। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও আফগান স্পিনারদের বেশ চাহিদা রয়েছে। নিজ দেশের লিগে আলো ছড়াচ্ছেন ১৯ বছর বয়সী লেগস্পিনার আরব গুল। ১৫ ম্যাচে ২১.৪৯ গড়ে ৫৭ উইকেট নিয়েছেন তিনি। সংক্ষিপ্ত ফরম্যাটে তাকে আফগানিস্তানের ভবিষ্যৎ তারকা বলেও মনে করা হচ্ছে। গুলের বোলিং অ্যাকশন অনেকটাই স্বদেশি তারকা রশিদ খানের মতো। চলমান আইএল টি-টোয়েন্টিতে খেলছেন এমআই এমিরেটসের হয়ে। আইপিএলের মিনি নিলামে আরব গুলের ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি।
এএইচএস