তাসকিনের জোড়া আঘাতে ‘আশা’ বাংলাদেশের

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

০২ নভেম্বর ২০২১, ০৬:২৭ পিএম


তাসকিনের জোড়া আঘাতে ‘আশা’ বাংলাদেশের

মোটে ৮৪ রানের পুঁজি। এমন ব্যাটিংয়ে বোলারদের জন্য লড়াইয়ের রসদ খুব একটা থাকে না। তবু তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসানরা বাংলাদেশকে আশাই দেখাচ্ছেন। পাওয়ারপ্লে শেষ করেছেন দক্ষিণ আফ্রিকার তিন উইকেট তুলে নিয়ে।

তাসকিনের প্রথম শিকার বনেন রিজা হেনড্রিকস। ব্যাক অফ দ্য লেন্থ থেকে দারুণ গতির বলটি সোজা ঢুকে যায়, আঘাত হানে দক্ষিণ আফ্রিকান ওপেনারের প্যাডে। এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

এরপর আক্রমণ শেখ মেহেদীর। পঞ্চম ওভারে আক্রমণে এসে অবশ্য শুরুতেই দুই চার হজম করেছিলেন। এরপরও বাঁহাতি কুইন্টন ডি ককের বিপক্ষে তার বল সোজা ঢুকে যায় রক্ষণ ভেঙে, আঘাত হানে স্টাম্পে। ২৮ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

পাওয়ারপ্লের শেষ ওভারে তাসকিন আঘাত হানেন আবারও। তার অফস্টাম্পের বাইরের বলে ডিফেন্সিভ শট খেলতে গিয়েও পারেননি এইডেন মার্করাম। তার ব্যাটের কোণা ছুঁয়ে তা গিয়ে জমা পড়ে স্লিপে থাকা নাঈম শেখের হাতে। ৩৩ রানে তিন উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।

পাওয়ারপ্লে শেষেও স্কোরকার্ডটা থেকেছে সেই ৩৩-৩ ই। অল্প রান ডিফেন্ড করতে নামা বাংলাদেশের আশাও তাতে বাড়ল বৈকি!

এনইউ

Link copied