কোহলির বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেবে বিসিসিআই : সৌরভ

Dhaka Post Desk

স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর ২০২১, ০৮:৩২ পিএম


কোহলির বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেবে বিসিসিআই : সৌরভ

বিরাট কোহলি ও সৌরভ গাঙ্গুলি যে এখন একে-অপরের মুখোমুখি, বিষয়টি পরিষ্কার। টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে তো সৌরভকে মিথ্যাবাদীই বানিয়ে দিয়েছেন কোহলি। সম্প্রতি ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় রোহিত শর্মার নাম।

এরপর থেকেই মূলত ধীরে ধীরে প্রকাশ্যে আসে কোহলি ও সৌরভ দ্বন্দ্ব। শুরুতে বিসিসিআই সভাপতি জানান, কোহলিকে টি-টোয়েন্টি অধিনায়কত্বে থাকার অনুরোধ জানিয়েছিলেন তারা। কিন্তু রাজি হননি তিনি। পরে তাই নির্বাচকদের সিদ্ধান্তে সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক করা হয়।

কিন্তু এরপরই এসে বোমা ফাটান কোহলি। তিনি জানান, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারটা হাসিমুখেই মেনে নিয়েছিল বিসিসিআই। এমনকি ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার বিষয়টিও নাকি জানানো হয়েছিল কেবল দেড় ঘণ্টা আগে। এরপর থেকে ভারতীয় ক্রিকেটে চলছে সমালোচনার ঝড়। 

সবাই উন্মুখ হয়েছিলেন সৌরভ গাঙ্গুলির বক্তব্য শুনতে। এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিসিসিআই সভাপতি। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘কোনো মন্তব্য করতে চাই না। আমরা এটার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টা বিসিসিআইয়ের ওপর ছেড়ে দিন।’

এমএইচ

Link copied