কমলাপুরে কাঠমান্ডুর প্রতিশোধ

ম্যাচ রেফারির শেষ বাঁশি। সঙ্গে সঙ্গে উল্লাস নেপালি মেয়েদের। সাফ অনুর্ধ্ব-১৫ টুর্নামেন্টের শিরোপা জেতা এখনো অনেক দূরে। স্বাগতিক বাংলাদেশকে হারাতে পেরেই এই উল্লাস নেপালি মেয়েদের।
বাংলাদেশের মেডিকেলে অনেক নেপালি পড়াশোনা করেন। নারী অ-১৫ দলের খেলা দেখতে কমলাপুর স্টেডিয়ামে ছুটে এসেছিলেন এসব শিক্ষার্থীরা। তারাও পতাকা উড়িয়ে নিজ দেশের জয় উদযাপন করলেন।
মাস দেড়েক আগে নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে সাবিনারা স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার সেরা হয়েছিল। বয়স ভিত্তিক টুর্নামেন্ট হলেও বাংলাদেশকে হারিয়ে খানিকটা মধুর প্রতিশোধ নেয়ার স্বাদই উদযাপন করেছে হিমালয়ের দেশটি।
বাংলাদেশ ভূটানকে ৮ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল। নেপালও ভূটানকে ৭ গোল দিয়েছে। ভুটানের বিপক্ষে গোল উৎসবে মাতলেও নেপালের জালে বলই পাঠাতে পারেনি বাংলাদেশ।
এক্ষেত্রে খানিকটা দুভার্গ্যরেও শিকার বাংলাদেশ। ২৪ মিনিটে জয়নব বিবির ফ্রি-কিক ক্রস বারে লেগে ফিরে আসে। বিরতির পর আরেকবার গোল বঞ্চিত হয় বাংলাদেশ। জয়নব বিবির ক্রসে উমেলহা মারমা বক্সে বল পেয়ে লক্ষ্যে শট নিলেও তা ক্রস বারের ওপর দিয়ে যায়।
৮৬ মিনিটে নেপাল জয়সূচক গোল করেন। সিমরন রায়ের দারুণ এক ফ্রি-কিক থেকে বক্সের ভিতরে বল পেয়ে বর্ষা অলি আগুয়ান গোলরক্ষক সংগীতা দাসের পাশ দিয়ে গোল করেন। চতুর্থ রেফারি ৬ মিনিট ইনজুরি সময় দেন। বাংলাদেশ ম্যাচে সমতা আনার চেষ্টা করে ব্যর্থ হয়।
দুই জয়ে নেপাল ৬ পয়েন্ট নিয়ে তিন দলের মধ্যে শীর্ষে। এক হারে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ৭ নভেম্বর বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভূটানের বিপক্ষে।
এজেড/এনইআর