কিংসের হোঁচট, আবাহনীর জয়

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ এপ্রিল ২০২৩, ০৫:৫৫ পিএম


কিংসের হোঁচট, আবাহনীর জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ শুরু হয়েছে আজ। দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। টেবিলের তলানির দল আজমপুর উত্তরার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। বসুন্ধরা কিংস প্রথম লেগের ১০ ম্যাচের সবকটিই জিতেছিল। দ্বিতীয় লেগে শুরুটা ভালো হলো না প্রভাবশালী ক্লাবটির। 

কিংসর হোঁচটের দিনে জয় পেয়েছে ঢাকা আবাহনী। রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচে ফর্টিজ এফসিকে ২-০ গোলে হারায় আবাহনী। প্রথম পর্বে দুই দলের লড়াইটি ১-১ গোলে ড্র ছিল।

কিংসের ড্র ও আবাহনীর জয়ে দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান কমেছে। ১১ ম্যাচে কিংস ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এছাড়া সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। প্রথম লেগে দুই দলের পয়েন্ট পার্থক্য ছিল ৯। 

শুক্রবার রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ৯ মিনিটে কলিন্দ্রেসের বক্সের বাইরে থেকে করা জোরালো শটে এগিয়ে যায় আবাহনী। ১৩ মিনিটে আবাহনী ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড নোরাহ। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন।

দুই গোলে পিছিয়ে থেকে ফর্টিস চেষ্টা করেছে ম্যাচে ফেরার। বিরতির পর আবাহনী গোল করতে না পারায় ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। 

এজেড/এফআই

Link copied