এবার আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি কিংসের

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ মে ২০২৩, ০৮:৩৭ পিএম


এবার আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি কিংসের

কিংস অ্যারেনায় টানা চতুর্থ শিরোপা জয়ের উল্লাসে মেতেছে বসুন্ধরা কিংস। ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই বদলে গেল ফুটবলার ও কোচিং স্টাফদের টি-শার্ট। সবাই ৭৫ লেখা সম্বলিত জার্সি পরলেন। কিংসের শিরোপা উদযাপন বরাবরই ভিন্ন ধরনের। আজকের এই ‘৭৫’-ও বিশেষ অর্থবহ।

বাংলাদেশের ফুটবল লিগের শুরু ১৯৪৮ সাল থেকে। সেখান থেকে চলতি মৌসুমের লিগ মিলিয়ে ৭৫ বছর হয়েছে। চলতি আসরসহ কিংস টানা চার শিরোপা জিতেছে। চার শিরোপা জিতলেও মাঝে একটি মৌসুম পরিত্যক্ত হয়েছে করোনার জন্য।

এদিন কিংসের ফুটবলাররা বিশেষ এক রেকর্ডের স্বাক্ষী হতে পেরে গর্বিত বলে জানিয়েছেন কিংসের ফুটবলার সোহেল রানা, ‘এটা জীবনের গ্রেট একটা অর্জন। ফুটবল খেলাটা ছেড়ে দেওয়ার পর এই স্মৃতি জীবনের সঙ্গে থাকবে। টানা চারবার লিগ চ্যাম্পিয়ন হওয়া, এটা বাংলাদেশে প্রথম; তো এটার সাক্ষী হতে পেরে অবশ্যই নিজের কাছে ভালো লাগছে।’

আরও পড়ুন >> টানা চার শিরোপায় অনন্য কিংস

তিনি আরও বলেন, ‘লিগের রেকর্ড গড়া দলটির এখন লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গনে। সামনে এএফসি কাপ। আমাদের এখন লক্ষ্য এএফসি কাপে ভালো করা।’
 
বসুন্ধরা কিংসের টানা চার শিরোপার নেপথ্যের কারিগর স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। চতুর্থ শিরোপা জয়ের পর অস্কার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে, ‘কঠিন একটা মৌসুম ছিল। অনেক ম্যাচ ও প্রতিযোগিতা ছিল। চোট, জাতীয় দলের খেলা, ছিল টানা খেলার অবসাদ; আমাদের এগুলোর সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। তবে আমি মনে করি, মৌসুমের অধিকাংশ সময় আমরা শীর্ষে ছিলাম এবং প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ জেতায় এই মৌসুম নিয়ে আমরা সন্তুষ্ট থাকতে পারি।’

আরও পড়ুন >> অসন্তোষ নিয়ে কোচের দায়িত্ব ছাড়ছেন ছোটন

বাংলাদশের ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের শ্রেষ্ঠত্ব প্রমাণিত। এরপরও কিছু কাজ বাকি বলে মনে করেন ব্রুজন, ‘ঘরোয়া প্রতিযোগিতায় সম্ভবত আমরা সেরা দল। কিন্তু আমাদের এখনও অনেক কাজ বাকি রয়েছে। ভারতের দলগুলো আমাদের চেয়ে এগিয়ে আছে, আমাদের সেই অবস্থানে পৌঁছুতে হবে। এখন সময় ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলার। আমি মনে করি, আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল হওয়ার জন্য বর্তমান দল নিয়ে আমাদের কিছু কাটাছেঁড়া করা প্রয়োজন।’

এজেড/এএইচএস

Link copied