প্রাথমিক দলে না থাকা মোরছালিনই গোল করলেন

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম


প্রাথমিক দলে না থাকা মোরছালিনই গোল করলেন

ছবি: সংগৃহীত

ভাগ্যের লিখন যায় না খন্ডন। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার প্রাথমিক ৩৫ জনের দলে ছিলেন না কিংসের ফুটবলার শেখ মোরছালিন। কিংসের দুই ফুটবলার সাদ উদ্দিন ও মতিন মিয়া ইনজুরিতে পড়লে তাদের পরিবর্তে মোরছালিন ডাক পান।  

৩০ জনকে নিয়ে শুরু হওয়া ক্যাম্পে নিজেকে প্রমাণ করে ২৩ জনে জায়গা করে নেন। ভারত আসার আগে কম্বোডিয়ায় প্রীতি ম্যাচে মোরছালিনের অভিষেক হয়। এরপর ক্যাবরেরা তাকে বদলি খেলোয়াড় হিসেবে ব্যবহার করা শুরু করেন। সাফে প্রথম ম্যাচে লেবাননের বিরুদ্ধে মোরছালিনের পাসেই ফাহিম দারুণ গোলের সুযোগ পেয়েছিলেন। আজকের ম্যাচেও মোরছালিন অসাধারণ কয়েকটি পাস দিয়েছেন। 

মালদ্বীপের বিপক্ষে স্কোরলাইন ৯০ মিনিটে ২-১ ছিল। ইনজুরি সময়ে মোরছালিন বক্সে প্রবেশ এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে দুর্দান্ত শট নেন। মূলত তার গোলই বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়। ২০ বছর পর সাফে মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ। 

ফরিদপুর থেকে উঠে আসা মোরছালিন ক্যারিয়ারের শুরুতেই গোল পাওয়ায় বেশ উচ্ছ্বসিত, 'আমি আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল করেছি। এটা সত্যিই দারুণ অনুভূতি। আশা করি ভবিষ্যতেও দলের প্রয়োজনে ভালো খেলতে পারব।’ বয়স কম হলেও কথা বার্তায় পেশাদারিত্বে ছাপ অনেক, 'আমরা দারুণ একটা ম্যাচ জয় করেছি। দল জিতেছে, এটাই বড় কথা।'

মোরছালিন সুন্দর লম্বা পাস দিতে পারেন। পাশাপাশি শট নেয়ার ক্ষমতাও অনেক। তরুণ এই ফুটবলারের পরিশ্রমটাও চোখে পড়েছে ফুটবলবোদ্ধাদের। সব কিছু মিলিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন মোরছালিন। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও তার প্রশংসা করেছেন ম্যাচ শেষে, 'এক অসাধারণ প্রতিভা। সে তার ক্লাবে (বসুন্ধরা কিংস) খুবই ভালো খেলছে। এখনো তারা পরিণত হতে সময় লাগবে। তবে আজ মোরছালিন খুবই ভালো খেলেছে। তার ফিটনেস ভালো। ভালো একজন ফুটবলার হওয়ার অনেক গুণই আছে।’ 

এজেড/এইচজেএস 

Link copied